প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২০ , ৪:০৭:৪৬ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে আটপাড়া উচ্চ বিদ্যালয় কর্তৃক অনুষ্ঠিত দু দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ আটপাড়া উচ্চ বিদ্যালয় এর ৪৪ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ উপলক্ষে ২৭শে জানুয়ারী রোজ রবিবার শিক্ষাঙ্গন প্রাঙ্গণে অত্র শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধান শিক্ষক এইচ এম আজমল হোসেন এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক বাবু কাজল বণিক ও শিক্ষক মোঃ ইনাম উদ্দীন এর যৌথ পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শাহজালাল মহাবিদ্যালয় এর গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সভাপতি ও আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আটপাড়া উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব মোঃ নূরুল হোসাইন, শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী মোঃ মোস্তাক আহমেদ তালুকদার, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিশিষ্ট শিক্ষানুরাগী এক্সিম ব্যাংক জগন্নাথপুর শাখার ম্যানেজার মোঃ তালিমুল ইসলাম, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র ও আজীবন দাতা সদস্য স্পেন প্রবাসী কমিউনিটি নেতা মোঃ তফজ্জুল হক, বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী মোঃ সাদেক আহমেদ তালুকদার,অত্র বিদ্যালয়ের দাতা সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা মোঃ তরিকুল ইসলাম, দাতা সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ ফটিক আহমেদ তালুকদার শাহজালাল মহাবিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃ আব্দুল মতিন ও কলকলিয়া ইউনিয়ন ভূমি অফিস এর তহশিলদার মোঃ শেলিম উদ্দীন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ ছমিরুল হক, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ ছমির উদ্দিন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর মেম্বার মোঃ আব্দুল হাসিম, অভিভাবক সদস্য মোঃ নজরুল ইসলাম ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোঃ কবির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোঃ শাহজাহান মিয়া,বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ ইসলাম উদ্দীন , অত্র বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুল কাইয়ূম, প্রদীপ রঞ্জন দাস,মোঃ কাউসার আলম,মোঃ আবুল
কালাম, মোহাম্মদ ফেরদৌস,মোঃ লালু মিয়া,মোছাঃ নাজমুন নাহার,পীযুষ দেবনাথ, মোঃ আরিফ মিয়া, মোঃ তাহিদুর রহমান ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ স্কুল -কলেজ এর শিক্ষার্থী বৃন্দ।
সভা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ। এবং বিদ্যালয়ের পক্ষ হতে অতিথি বৃন্দকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
এছাড়াও সম্প্রতি ক্রিকেট খেলায় সুনামগঞ্জ জেলা পর্যায়ে আটপাড়া উচ্চ বিদ্যালয় টিম চ্যাম্পিয়ন হওয়ায় স্পেন প্রবাসী কমিউনিটি নেতা মোঃ তফজ্জুল হক খেলোয়াড়দের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দিয়েছেন।
এদিকে বালিকান্দী গ্রাম নিবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ জমিরুল ইসলাম, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ নুরুল হোসাইন ও সিলেট এমসি কলেজ শাখা ছাত্র লীগের সাবেক নেতা যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আশরাফুল ইসলাম আটপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রত্যেকে দুই লাখ টাকা করে অনুদান প্রদান করে
আজীবন দাতা সদস্য হয়েছেন বলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম জানিয়েছেন।