প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২০ , ৬:৪৫:২১ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুলাহ খাঁন চলে গেলেন না ফেরার দেশে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা ৭১ এর রণাঙ্গনের অগ্রসৈনিক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খাঁন(৭৫) আজ ৯ই জানুয়ারী রোজ বৃহস্পতিবার দিরাত ৮ ঘটিকার সময় সিলেট শহরস্থ লাইফ কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সাংবাদিক গোলাম সারোয়ার তাঁর মৃত্যু খবর নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়ে সহ অসংখ্য আত্নিয় স্বজন রেখে গেছেন। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খাঁন এর জানাযার নামাজের সময় পরবর্তিতে জানানো হবে।