• সুনামগঞ্জ

    ছাতকে হতদরিদ্রের পুকুরে বিষ ছেড়ে মৎস্য নিধনের অভিযোগ

      প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২০ , ৮:০৮:২৫ অনলাইন সংস্করণ

    ছবি প্রতীকী-  

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে একটি বসতবাড়ির পুকুরে চাষকৃত মাছ বিষ ছিটিয়ে মারার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের দশঘর (রামনগর) গ্রামের মৃত. আরফান আলীর ছেলে দুদু মিয়া গতকাল সোমবার ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এতে একই গ্রামের মৃত. তাহিদ আলীর ছেলে আজিম উদ্দিনকে আসামী করা হয়। অভিযোগের প্রেক্ষিতে ওই দিন বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্তকারী কর্মকতার্ এ এস আই আতিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
    অভিযোগ সুত্রে জানা যায়,  গত শনিবার দিবগতরাত আনুমানিক সাড়ে এগারটার সময় আজিম উদ্দিনসহ ২-৩জন পুকুরে কি যেনো ছিটিয়ে যান। দুদু মিয়া তখন নাম ধরে ঢাক দিয়ে চিৎকার করেন। এসময় তারা দৌড়ে পালিয়ে যান। দুদু মিয়া পিছনে দৌড়ে গেলে তারা তার দিকে তেড়ে আসেন। এতে দুধু মিয়া প্রাণভয়ে বাড়ি ফিরে আসেন। ভোরে উঠে দেখেন দেখেন পুকুরে চাষকৃত সব মাছ মরে পানিতে ভেসে উঠেছে। যার মূল্য আনুমানিক ৩৭ হাজার টাকা অভিযোগে উল্লেখ করা হয়। ছাতক থানার ওসি মোস্তফা কামাল অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত চলছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    আরও খবর

    Sponsered content