• দুর্ঘটনা

    ছাতকে অগ্নিকান্ড দুটি পরিবারের বশত ঘর ভষ্মীভুত, ৩লক্ষাধিক টাকার ক্ষতি

      প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২০ , ১২:০৬:৩৮ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার:
    ছাতকের ছৈলা আফজালাবাদ ইউনিয়নের বড় পলির গাঁও গ্রামে অগ্নিকান্ডে ঘটনা ঘ‌টে‌ছে। রোববার সন্ধ্যায় গ্রামের ছোরাব আলীর পুত্র জাহার উদ্দিন ও সুজন মিয়ার বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন প্রায় এক ঘন্টা চেষ্টা চা‌লি‌য়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও দুটি পরিবারের বশত ঘর পুড়ে ভষ্মীভুত হয়ে গে‌ছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগ্নিকান্ডের সুত্রপাত হ‌তে পা‌রে ব‌লে স্থানীয়‌রা ধারনা কর‌ছেন। জানা যায় বাড়ীর লোকজনের অগোচরে সংঘটিত এই অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারের লোকজনের শোর চিৎকার শুনে প্রতিবেশী লোকজন ঘটনাস্থ‌লে উপ‌স্থিত হ‌য়ে অ‌গ্নি নির্বাপ‌নের চেষ্টা চালান। ঘটনাস্থল থে‌কে প্রায় ২০কিলোমিটার দুরত্ব ছাতক শহর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছার আগেই আগুন নেভাতে সক্ষম হন স্থানীয় লোকজন। অগ্নিকান্ডের ঘটনায় জাহার উদ্দিন ও সুজন মিয়ার পরিবারের মুল্যবান সব কাগজপত্র, হাস-মোরগ, ধান-চাল ও জামা কাপড় ও নগদ টাকাসহ প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ক্ষ‌তিগ্রস্থ জাহার উদ্দিন। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেন করেছেন।

    আরও খবর

    Sponsered content