প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২০ , ৯:২৩:৩৬ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ নূরুল হককে সভাপতি করে শক্তিয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।
সুনামগঞ্জের ছাতক উপজেলার ১৩ নং ভাতগাঁও ইউনিয়ন পরিষদ এর অন্তর্ভুক্ত শক্তিয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ছাতক – দোয়ারা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৫ আসনের মাননীয় সাংসদ মহিবুর রহমান মানিক ও বিদ্যালয়ের সকল অভিভাবক সদস্য বৃন্দের সম্মতিক্রমে জনাব মোঃ নূরুল হককে সভাপতি নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে সহ-সভাপতি মোছাঃ স্বপ্না বেগম, সচিব মোঃ রুহেল আহমদ ,সদস্য মোঃ আনোয়ার হোসেন , মোঃ ফয়ছল মিয়া, মোছাঃ সুলতানা জাহান , মোছাঃ নুন নেহার বেগম, মোছাঃ কল্পনা বেগম,অঞ্জন কুমার দাশ ,মোঃ কামাল উদ্দিন ।
১০ সদস্য বিশিষ্ট এই কমিটি ৫ই জুলাই ২০১৯ তারিখে অনুমোদন করেছেন উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান উপজেলা শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মাসুম মিয়া ।