• দুর্ঘটনা

    ছাতকের বড়কাপনে মোটর সাইকেল দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত

      প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২০ , ৩:৪৭:৫১ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ
    সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়কাপন এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী এক নারীসহ ২ জন নিহত হয়েছেন এবং ১ জন গুরুতর আহত হয়েছেন। নিহতের নাম মোঃ হাসান আহমদ সুমন (২৫)। তিনি জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বীরগাওঁ ইউনিয়নের বীরগাও সলফ গ্রামের আখলিসুর রহমানের ছেলে। তাৎক্ষণিক অপর নিহত নারীর নাম ও পরিচয় জানা যায়নি। তবে গুরুতর আহত হলেন মোঃ সাগর মিয়া(২০)। তিনি জেলার ছাতক উপজেলার দক্ষিণ বড়কাপন গ্রামের মোঃ বাচ্চুু মিয়ার ছেলে । নিহত সুমন সিলেট মহানগর ছাত্রলীগের কর্মী ছিলেন বলে জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সিলেট মহানগর শাখার সাবেক গণ-যোগাযোগ বিষয়ক উপ-সম্পাদক ময়নুল ইসলাম ফয়সল।
    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,নিহত হাসান আহমদ সুমন মোটর সাইকেলযোগে সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়ক দিয়ে সুনামগঞ্জ থেকে বড়কাপন এলাকায় যাওয়ার পর নিয়স্ত্রন হারিয়ে একজন পথচারী নারীর উপর মোটর সাইকেলটি উঠে একটি গাছের সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল চালকসহ ঐ পথচারী নারী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় সাগর মিয়া নামে আরেক পথচারী গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় জাউয়া বাজার পুলিশ ফাড়িঁর ওসি তদন্ত নির্মল দেব ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহতকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
    এ ব্যাপারে জাউয়া বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ ওসি নির্মল দেব ঘটনার সত্যতা স্বীকার করে জানান লাশ দুটি ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

    আরও খবর

    Sponsered content