• প্রবাস বাংলা

    গ্রীসে জাগপার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধান’র ৭১তম জন্মবার্ষিকী পালিত

      ভাটি বাংলা ডেস্কঃ ২ জানুয়ারি ২০২০ , ৮:৩৭:৩৬ অনলাইন সংস্করণ

     জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মজলুম জননেতা শফিউল আলম প্রধানে’র ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে জাগপা গ্রীস শাখার উদ্যোগে- গ্রীসের রাজধানী এথেন্সে মক্কা রেস্টুরেন্টে ১জানুয়ারি বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ঘটিকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

     

    এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুব জাগপার কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জাগপা গ্রীস শাখা সভাপতি শেখ গোলাপ মিয়া, জাগপা গ্রীস শাখা উপদেষ্টা মোঃ আকুল মিয়া সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ মিয়া পরিচালনা বিশেষ অতিথি বক্তব্য রাখেন জাগপা গ্রীস শাখা সিনিয়র সহ সভাপতি মোঃ শানুর মিয়া, সহ সভাপতি মোঃ জাহির উদ্দিন, সহ সভাপতি মোঃ ছানাউর রহমান চানা মিয়া,মোঃ ফরিদ আহমেদ, মোঃ মোরছালিন আহমেদ, মোঃ মাছুম মিয়া প্রমূখ। প্রধান অতিথি বক্তব্য শেখ গোলাপ মিয়া বলেন শফিউল আলম প্রধান ভাই ১৯৭১ সালের ২৩শে মার্চ বাংলার প্রথম পতাকা উত্তোলন করে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে আজীবন আধিপত্যবাদ বিরোধী আন্দোলন করে গিয়েছেন।

     

    তিনি ২৭বার কারাগারে বন্দি হয়েছেন কিন্ত আধিপত্যবাদের কাছে এক মিনিটের জন্য মাথানত করেন নাই,আমরা উনারই আদর্শের সৈনিক, স্বৈরাচার সরকারের পতন না ঘটানো পর্যন্ত এক মিনিটের জন্য রাজপথের আন্দোলন থেকে পিছনে হাঁটবো না,স্বৈরাচার সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে শেখ গোলাপ মিয়া বলেন অবিলম্বে বেগম জিয়াকে মুক্তি দিন- অন্যথায় ৬৯’র গণআন্দোলনের মাধ্যমে জাতি বঙ্গবন্ধুকে মুক্ত করে এনেছিল একইভাবে আমরা বেগম জিয়াকে মুক্ত করে আনবো এবং আপনাদের পরিচিত হবে আইয়ুব খানের মতন।

     

    শেখ গোলাপ মিয়া আরো বলেন শফিউল আলম প্রধান ভাইয়ের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে যেকোনো পদক্ষেপ নিতে প্রধান সৈনিকরা প্রস্তুত রয়েছে। সভাপতির বক্তব্যে মোঃ আকুল মিয়া বলেন পাকিস্তানের কাছ থেকে দেশকে স্বাধীন করেছি আওয়ামী লীগের কাছে গৃহবন্দী হয়ে থাকার জন্য নয়, আন্দোলনের মাধ্যমে জাতিকে আওয়ামী লীগের কাছ থেকে মুক্ত করতে হবে।

    আরও খবর

    Sponsered content