• সমাজ সেবা

    কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

      প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২০ , ১২:৫৬:১২ অনলাইন সংস্করণ

    এস এম উমেদ আলীঃ সকলের ঐক্য সেবাই মোদের লক্ষ্য এ শ্লোগানকে সামনে রেখে একের পর এক মানবসেবা নিরলসভাবে করে যাচ্ছে কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপ।

    দিরাই উপজেলাধীন কুলঞ্জ ইউনিয়ন ভিত্তিক অনলাইন সেবামূলক সংগঠন কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের পক্ষ থেকে শীত মৌসুমকে সামনে রেখে আজ ৩ই জানুয়ারী রোজ শুক্রবার বিকাল ৩ টায় মিলনগঞ্জ বাজারে অসহায়, এতিম ও প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়!
    অত্র গ্রুপের উপদেষ্টা মোঃ চানমিয়া চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন সৈয়দ উমেদ আলী, বক্তব্য রাখেন গ্রুপের উপদেষ্টা লন্ডন প্রবাসী ছাদিকুর রহমান, গ্রুপের উপদেষ্টা লন্ডন প্রবাসী মোঃ খছরু মিয়া, গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন আখলাক হোসাইন, গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন মোঃ দিদার আহমদ, মোঃ জাহাঙ্গীর রিফাত, মাওঃ আতাহার আলী, মাওঃ ফয়জুল হাসান, সাংবাদিক মিজানুর রহমান তালুকদার, মিটু আহমেদ, মোঃ শিহাব উদ্দিন, গ্রুপ মডারেটর সৈয়দ সাবের হোসেন বিজয়, গ্রুপ মডারেটর মোঃ আখতারুজ্জামান সর্দার প্রমুখ!
    বক্তারা বলেন, গ্রুপ কর্তৃক আয়োজিত
    আজকের শীতবস্ত্র বিতরণের উদ্দোগ সত্যিই প্রশংসার দাবীদার, আমরা আশা করি আগামীতে শিক্ষা, স্বাস্থ্য, কর্ম ও পরিকল্পনায় উন্নয়ন ও অগ্রগতিতে এ গ্রুপ কাজ করে যাবে।
    উল্লেখ্য, কুলঞ্জ ইউনিয়নের উন্নয়ন ও মানবসেবার লক্ষ্যে “সকলের ঐক্য– সেবাই মোদের লক্ষ্য “এ স্লোগানকে সামনে রেখে দেশ ও প্রবাসের একদল উদ্যমী যুবক ও দানশীল শিক্ষানুরাগীদের নিয়ে ১৩ই সেপ্টেম্বর ২০১৯ সনে আত্মপ্রকাশ ঘটে দিরাই উপজেলাধীন কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপ ‘ নামে একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন।
    আনুষ্ঠানিক ভাবে তিন দফায় কুলঞ্জ ইউনিয়নের ২৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ খাতা ও কলম বিতরণ করে কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপ!

    গ্রুপের প্রতিষ্ঠা এডমিন লন্ডন প্রবাসী সাব্বির খান মুঠোফোনে মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন,আমরা আল্লাহর রহমতে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু ভাবে পরিচালনা করে আসছি, এটা আমাদের গ্রুপের উপদেষ্টা ও এডমিন প্যানেলের কৃতিত্ব। সবার কাছে দুআ চাই যেন আমরা সদা সর্বদা মানবতার কাজে নিয়োজিত থাকতে পারি। আর এটাই আমাদের গ্রুপের উদ্দেশ্য।

    আরও খবর

    Sponsered content