• দুর্ঘটনা

    কানাইঘাটে পিকআপের ধাক্কায় প্রা’ণ গেল অন্তঃসত্ত্বা নারীর

      প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২০ , ৭:৩৪:১৫ অনলাইন সংস্করণ

    কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজে’লার শ্রীপুরে পিকআপের ধাক্কায় সুমাইয়া বেগম (২৪) নামের এক মহিলার ম’র্মাান্তিক মৃ’ত্যু হয়েছে। তিনি পৌরসভার শ্রীপুর গ্রামের শাহিদ উদ্দিনের স্ত্রী’। তাদের মাহদিয়া (৬) ও জুনেদ আহম’দ (৪) নামের দুই সন্তান রয়েছে।

    শনিবার ২৫ জানুয়ারী বিকাল ২টায় সুমাইয়া বেগম তার নিজ বাড়ীতে কৃষি জমির উপর ধান ভাঙ্গতেছেন। এ সময় একই গ্রামের আব্দুল মালিক কুটির ছে’লে অটোরিকশা চালক শাহীন আহম’দ (২৬) খোলা মাঠে পিকআপ চালাতে গিয়ে এক পর্যায়ে সুমাইয়া বেগমকে পিছন থেকে ধাক্কা দেয়। সাথে সাথে মহিলা ঘটনাস্থলে মৃ’ত্যু হয়।
    পরে স্থানীয় লোকজন তাকে উপজে’লা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃ’ত ঘোষণা করেন। নি’হত সুমাইয়া বেগমের সাইদ উদ্দিন বলেন, ফাটাহিজল গ্রামের আব্দুল মুছব্বিরের ছে’লে রুবেল আহম’দ (২৫) এর গাড়ি দিয়ে গাড়ির ড্রাইভারি শিখতে যায়। এতে দুর্ঘ’টনা ঘটে।
    কানাইঘাট থা’নার এসআই আবু কাওসার বলেন, পিকআপ গাড়ির মালিক বলেন ও দুই চালকের পরিচয় সনাক্ত করা হয়েছে। তাদের আ’ট’ক করতে পু’লিশি অ’ভিযান তৎপর রয়েছে।

    আরও খবর

    Sponsered content