প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২০ , ১:৩৫:০৮ অনলাইন সংস্করণ
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাটের ছোটদেশ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুফজ্জিল আলীর অবসর গ্রহণ উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ছোটদেশ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ছোটদেশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হাই মিয়ার সভাপতিত্বে ও অধ্যাপক এবাদুর রহমান ও শরিফ উদ্দিনের যৌথ পরিচালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) মো: আব্দুল করিম।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাতবাঁক ইউপির সাবেক চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, ঢাকা ডেন্টাল কেয়ারের পরিচালক ফারুক আহমদ, কানাইঘাট সরকারি কলেজের উপাধ্যক্ষ লোকমান হোসেন।
সংবর্ধনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, ৫নং বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলী, ৬নং সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, বীরদল এন, এম একাডেমির প্রধান শিক্ষক জার উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সদস্য আফসার আহমদ প্রমূখ। সংবর্ধনা সভায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।