• জাতীয়

    আল্লামা আহমদ শফী হাসপাতালে ভর্তি, এখন শঙ্কামুক্ত- চিকিৎসক

      প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২০ , ৯:২২:১২ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্কঃ হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমীর ও আল-জামিআতুল দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা শাহ্ আহমদ শফী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

    বুধবার সকাল ১০টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে হাটহাজারী মাদরাসার সহকারি শিক্ষা পরিচালক মাওলানা আনাস মাদানী।
    আনাস মাদানী জানান, হজমজনিত সমস্যায় ভোগছিলেন তার পিতা আল্লামা শাহ আহমদ শফি। বুধবার সকাল থেকে ডায়রিয়ার সঙ্গে বমি হওয়ায় তাকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
    হাসপাতাল সূত্রে জানা গেছে,  আল্লামা আহমদ শফী বর্তমানে ডাক্তার ইব্রাহিমের তত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন। স্যালাইন চলছে বলে জানা গেছে। তবে আশঙ্কার কিছু নেই বলে জানান চিকিৎসকরা।
    এদিকে,হেফাজতের আমীরের সুস্থতায় জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।
    প্রসঙ্গত, ১০৩ বছর বয়সী আল্লামা আহমদ শফী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।

    আরও খবর

    Sponsered content