প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২০ , ৩:৫৬:৪৫ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ সিলেট বিভাগের বরেণ্য রাজনীতিবিদ ও বর্ষীয়ান জননেতা, সুনামগঞ্জ-৪ (সদর) আসনের সাবেক সফল সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব মতিউর রহমানে’র আগামীকাল ১৫ জানুয়ারি ৮০তম শুভ জন্মদিন।
আলহাজ্ব মতিউর রহমানে’র জন্মদিন উপলক্ষে ১৫ জানুয়ারি সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে
দুপুর আড়াই’টায় সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে শুভেচ্ছা জ্ঞাপন ও আনন্দ অনুষ্ঠান ”দৃপ্ত পথ চলা”র আয়োজন করেছে “জন্মদিন উদযাপন পরিষদ”
কর্মসূচিতে রয়েছে – ৮০ টি বেলুন উড্ডয়নের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন। আলহাজ্ব মতিউর রহমানের জীবনের উপর তথ্যচিত্র প্রদর্শনী। আলহাজ্ব মতিউর রহমানের জীবনের ৮০তম জন্মদিনের শুভেচ্ছা বার্তার তথ্যচিত্র প্রদর্শনী। আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জ্ঞাপন। সংক্ষিপ্ত আলোচনা সভা। কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।