প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২০ , ৭:৪৫:২৬ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ. বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ আইজিপি পদক “ব্যাজ” পেয়েছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
জানাযায়, ক্লু-বিহীন খুন, অপরহণ, ধর্ষন ও গণ-ধর্ষন মামলার মূল রহস্য উদঘাটন সহ ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতার সহ আইন শৃংখলা রক্ষায় বিশেষ নৈপূর্ণ ও অবদান রাখায় সুনামগঞ্জের ঐতিহ্যবাহী জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন চৌধুরী পুলিশের সর্বোচ্চ আইজিপি ব্যাজ পদকে ভূষিত হয়েছেন।
৭ ই জানুয়ারি রোজ মঙ্গলবার বাংলাদেশ পুলিশের মহাপরিচালক ( আইজিপি)ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী-বিপিএম জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি)মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীরকে এই পদক পরিয়ে দিয়েছেন।
এদিকে-জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী পুলিশের সর্বোচ্চ আইজিপি ব্যাজ পদক পাওয়ায় তাঁকে জগন্নাথপুরের সামাজিক, রাজনৈতিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ জগন্নাথপুরে কর্মরত সাংবাদিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী তাঁর এই সাফল্যের জন্য জগন্নাথপুর থানার অফিসার ফোর্স এবং জনসাধারণের প্রতি অভিন্দন, কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যৎ কর্মময় জীবনের সাফল্য অর্জনে দোয়া কামনা করেছেন। এবং জগন্নাথপুর থানার সকল অফিসার ফোর্সদের পক্ষ থেকে আইজিপিকে আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা জানিয়েছেন।