• লিড

    স্কুলের নামকরণকে কেন্দ্র করে জগন্নাথপুরে ৩গ্রামে উত্তেজনা, সংঘাতের আশঙ্কা

      প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০১৯ , ৫:৪৭:২৭ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরের কান্দারগাঁও মুজিব নগর ও নোয়াগাঁও গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্টার লক্ষে স্থান নির্ধারণ ও নামকরণকে কেন্দ্র করে এই দুই গ্রামবাসীর লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোন মুহুর্তে অত্র এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

    সরেজমিন পর্যবেক্ষণে জানাযায়, সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলাধীন ১ নং কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত শেষ সীমানায় অবস্থিত অবহেলিত গ্রামীন জনপদ কান্দারগাঁও মুজিব নগর ও নোয়াগাঁও গ্রামের শিশু -কিশোরদের শিক্ষার আলোয় আলোকিত করে গড়ে তোলার লক্ষে কান্দারগাঁও মুজিব নগর গ্রাম নিবাসী কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক মেম্বার শিক্ষানুরাগী প্রয়াত মোঃ মতিউর রহমান তালুকদার (মনির উদ্দীন) এর ভূমি দানের মাধ্যমে গ্রামবাসীর প্রচেষ্টায় এই গ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামানুসারে
    ১৯৯৭ সালে” মুজিব নগর কান্দারগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়” নামক একটি শিক্ষা প্রতিষ্ঠান এই এলাকায় প্রতিষ্ঠিত হয়। ২০০৫ সালে এই বিদ্যালয়টির পাঠদানের অনুমতির আবেদন করা হলেও অজানা কারণে এ পর্যন্ত পাঠদানের কোন তদন্ত করা হয়নি। যার ফলে আজো অবদি বিদ্যালয়টি সরকারি করণ হয়নি। দীর্ঘদিন ধরে অত্র এলাকার কোমলমতি শিশু -কিশোররা শিক্ষার আলো থেকে বঞ্চিত রয়েছে। এমতাবস্থায় কান্দারগাঁও মুজিব নগর এবং নোয়াগাঁও গ্রামের শিক্ষা বঞ্চিত শিশু -কিশোরদের শিক্ষার আলোয় আলোকিত করতে গ্রামবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ ই ডিসেম্বর রোজ মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদীন কান্দারগাঁও মুজিব নগর নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষে ভবন নির্মাণ এর স্থান পরিদর্শনকালে কান্দারগাঁও মুজিব নগর গ্রাম নিবাসী মোঃ মোস্তাফিজুর রহমান তালুকদার মুহিত ও তার লোকজন শিক্ষা অফিসার মহোদয়ের নিকট হতে বিদ্যালয়টি নতুন নামে নামকরণ হচ্ছে জানতে পেরে এর প্রতিবাদ করে “মুজিব নগর কান্দারগাঁও নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ” নামকরণ করার অনুরোধ জানান। এসময় নামকরণ নিয়ে মুহিত পক্ষের লোকজন ও আব্দুছ ছালাম পক্ষের লোকজন এর মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে শিক্ষা অফিসার মহোদয় পরিস্থিতি শান্ত করেন।
    এ সময় কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হাশিম, ইউপি সদস্য মোঃ আছাদুল হক, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফখরুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মোঃ শাহজাহান সিরাজ, শিক্ষানুরাগী মো: জয়নাল আবেদীন তালুকদার, শিক্ষানুরাগী মোঃ মোস্তাফিজুর রহমান তালুকদার মুহিত,মো: আ: নুর, মোঃ শেরাটন ও মোঃ ইকবাল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
    বিদ্যালয়ের নামকরণ এর ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক অত্র এলাকার একাধিক সচেতন ব্যক্তি তাদের অভিপ্রায় ব্যাক্ত করতে গিয়ে বলেন, শিক্ষা বঞ্চিত শিশু – কিশোরদের সুন্দর ভবিষ্যত গড়ার লক্ষে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামানুসারে “মুজিব নগর কান্দারগাঁও নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়” নামকরণ করে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করা সময়ের দাবী। কারন স্কুলের নামকরণকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে থমথমে ভাব বিরাজ করছে।
    এ ব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদীন বলেন, নামকরণ এর বিষয়টি উপজেলা প্রশাসনের মাসিক সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। শিশু -কিশোরদের শিক্ষার আলোয় আলোকিত করে গড়ে তোলার লক্ষে অত্র এলাকায় বিদ্যালয় স্থাপন করা একান্ত জরুরী।

    আরও খবর

    Sponsered content