• সুনামগঞ্জ

    সুনামগঞ্জ সীমান্তে বিজিবির হাতে কয়লাসহ নাসির বিড়ির চালান আটক

      প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০১৯ , ৬:৩০:৫২ অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি।। সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে চোরাচালানিদের কবল থেকে ভারতীয় কয়লা সহ নিষিদ্ধ ২৮ হাজার পিছ নাছির বিড়ির চালান আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি। বিজিবি সুত্রে জানাযায়, বৃহস্পতিবার রাত গভীর রাতে লাউরগড় বিওপির টহলদল গোপন সংবাদের বিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে আন্তর্জাতিক সীমান্ত মেইন পিলার ১২০৬ এর থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে।তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের উত্তর মোকসেদপুর এলাকা থেকে ২৮,০০০ পিস ১,১৩০ প্যাকেট ভারতীয় নাসির বিড়ি আটক করে বিজিবি জোয়ানেরা।আটককৃত নাসির বিড়ির আনুমানিক মুল্য ৫৭ হাজার ৭ শত টাকা। অপরদিকে,লাউরগড় বিওপির টহলদল আন্তর্জাতিক সীমান্ত মেইন পিলার ১২০৪ এর নিকট হতে ১০০২ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার যাদুকাটা নদী হতে ১,৫০১ কেজি ভারতীয় কয়লা আটক করে যার সিজার মুল্য প্রায় ১৯ হাজার ৫ শত টাকা। সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয় অধিনায়ক মাকসুদুল আলম জানান,আটককৃত ভারতীয় নিষিদ্ধ নাসির বিড়ি ও কয়লা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    আরও খবর

    Sponsered content