• আইন আদালত/সাজা

    সুনামগঞ্জ সীমান্তে জাল টাকাসহ ব্যবসায়ী আটক

      প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০১৯ , ৬:০৫:৫৭ অনলাইন সংস্করণ

    শফিকুল ইসলাম স্বাধীন,নিজস্ব প্রতিনিধি।। 

    সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক বাংলাদেশী জাল টাকাসহ (এক) জন আটক।

    বিজিবি সূত্রে জানা যায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও বিওপির জেসিও-৭৬১৯ নায়েব সুবেদার মোঃ মতিউর রহমান এর নেতৃত্বে ১টি টহল দল ৬ ডিসেম্বর জাল টাকা ও ব্যবসায়ীসহ একটি মোটরসাইকেল আটক করেন বিজিবি।

    আটককৃত হলেন তাহিরপুর উপজেলার
    ১নং উত্তর শ্রীপুর’ ইউনিয়নের চারাগাঁও গ্রামের মোঃ তানজিল (২০) আটক করেন সীমান্ত পিলার ১১৯৫/৩-এস এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও নামক স্থান হতে ৩৬ হাজার বাংলাদেশী জাল টাকা ও ১,০০০ টাকার ৩৬টি নোট এবং ১টি মোবাইলসহ আটক করে।

    সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক মো: মাকসুদুল আলম জানান- আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানার হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    আরও খবর

    Sponsered content