প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০১৯ , ৮:২২:৩১ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি।। মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে মানবাধিকার দিবস ২০১৯ উপলক্ষ্যে এশটি বণর্যঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে আদালত চত্তর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভায় মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল আহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম,অতরিক্তি পুলশি সুপার মোঃ হায়াতুন নবী,বীর মুক্তযিোদ্ধা এড. আলী আমজদ ,জলো মুক্তযিোদ্ধা ইউনিটের সাবকে কমান্ডার হাজী নুরুল মোমনে,জলো আওয়ামীলীগরে সহ সভাপত িএড.শফকিুল আলম,জলো শশিু বষিয়ক কমকতা বাদল চন্দ্র বমণ প্রমুখ। ##
কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
১০.১২.১৯