• সুনামগঞ্জ

    সুনামগঞ্জে বড়দিন উদযাপন উপলক্ষে নানা আয়োজন

      প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০১৯ , ৯:১৯:২৫ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ
    নানা আয়োজনে সুনামগঞ্জে খ্রিষ্টান ধর্মালম্ভীদের ধর্মীয় বড় উৎসব বড়দিন উদযাপন হয়েছে।
    বুধবার দুপুরে বড়দিন উদযাপন উপলক্ষে পৌর শহরের বিহারী পয়েন এলাকায় সুনামগঞ্জ প্রেসবিটারীয়ান গীর্জায় প্রার্থনা মধ্যদিয়ে শুরু হয়। পরে যিষু খ্রিষ্টের জীবনধর্ম আর বড় দিনের মাহাত্ম নিয়ে আলোচনাসভা অনুষ্টিত হয়।
    এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.আব্দুল আহাদ,বিশিষ্ট শিক্ষাবিদ পরিমল চন্দ, সুনামগঞ্জ প্রেসবিটারীয়ান গীর্জার সভাপতি ন্যাথানেল এডইউন ফেয়ারক্রস, সাধারণ সম্পাদক সুমন চক্রবর্তী খ্রিষ্টান ধর্মালম্ভীর লোকজন।
    পরে বড় দিনের কেক কাটার মধ্য দিয়ে উৎসবের আনন্দ উদযাপন করেন আগত অতিথি ও খ্রিষ্টান ধর্মালম্ভীর নারী পুরুষ ও শিশুরা।

    আরও খবর

    Sponsered content