• কৃষি সংবাদ

    সুনামগঞ্জের সলুকবাদ ইউনিয়নে উচ্চ ফলনশীল বিনা ধান-১৭ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০১৯ , ২:১৬:১৬ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ- সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকবাদ ইউনিয়নের জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনা ধান-১৭ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার বিকেল ৪টায় বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনষ্ট্রিটিউট(বিনা) সুনামগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি অফিসের যৌথ আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
    বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি অফিসার দিপক কুমার দাসের সভাপতিত্বে মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা মোঃ রবিউল হক। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিআরডিসির সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ খালেদাজ্জামান, বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনষ্ট্রিটিউটের বৈঞ্জানিক কর্মকতার্ মোঃ মাজহারুল ইসলাম, ও মোঃ ফরহাদ হোসেন প্রমুখ।
    সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা মোঃ রবিউল হক বলেন, হাওরের জেলা সুনামগঞ্জে আগাম বণ্যার একটি সম্ভাবনা থাকে তাই আগাম জাতের ধানের ফলন হিসেবে বিনা -১৭ এর কোন বিকল্প নেই। তাই এই বিনা-১৭ ধান কিভাবে উদ্ভাবন করে ভাল ফলন ফলানোর মাধ্যমে বণ্যা আসার আগেই এই সোনালী ফসল ঘরে তোলা যায় সে লক্ষ্যেই কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে।

    আরও খবর

    Sponsered content