• অনিয়ম / দুর্নীতি

    সুনামগঞ্জের নদী পথে চাঁদাবাজি বন্ধ না হলে অনির্দিষ্টকালের ধর্ম ঘটের হুমকি শ্রমিকদের !

      প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০১৯ , ৭:৫০:৩২ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ-
    রাংলাদেশ কার্গোট্রলান বাল্কহেড শ্রমিক ইউনিয়ন ( রেজি:নং-২১১২) এর নবগঠিত সুনামগঞ্জ জেলা শাখা কমিটির পরিচিতি সভা ও কার্যালয় উদ্ভোধন ও নদীপথে নিরাপদ যাতায়াত কল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার শেষ বিকেলে জামালগঞ্জের লালপুর বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবগঠিত জেলা কমিটির সভাপতি মো: হাবিবুর রহমান।
    জেলা কমিটির উপদেষ্ঠা তুহিন আলমের সার্বিক সহযোগীতায় ও জেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাংলাদেশ কার্গোট্রলান বাল্কহেড শ্রমিক ইউনিয়নের কেন্দ্রী সভাপতি মো: জাহাঙ্গীর আলম বেপারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেরা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ইউসুফ আল-আজাদ, লালপুর বাজারের বিশিষ্ট ব্যাসায়ী আব্দুর রাজ্জাক, স্থানীয় ইউপি সদস্য শুক্কুর আলী, প্রমুখ।
    বক্তারা বলেন, এদেশে শ্রমিকের ন্যায্য মুজুরি কখনো দেয়া হয়না। নদীপথে শ্রমিকরা জীবনের ঝুকি নিয়ে প্রতিনিয়তই চলাচল করছেন। সুনামগঞ্জের বিভিন্ন নৌ-পথে ইজারার নামে টোল ও ট্যাক্স আদায়ের করছে বেপরোয়া চাঁদাবাজি। ছাতক থেকে ও তাহিরপুর থেকে রয়েলিটিকৃত বালু-পাথর বুঝাই নৌকা চলাচলে পথে পথে চাঁদা দিতে হচ্ছে চাঁদাবাজদের, না দিলে শ্রমিকরা মারধরের শকিার হচ্ছেন উল্লেখ করে তারা এই অনিয়মের বিরুদ্ধে রোখে দাঁড়াতে প্রশাসনের সহযোগীতা কামনা করেন। শ্রমিকরা জানান, অতীতে এই নদীপথে রাতেও চলাচলে কোন সমস্যা হতো না, এখন দিনের বেলায় চলাচলে জীবনের নিরাপত্তা নেই বলে অনেক শ্রমিকই চোখের পানি মুছেন। নদীতে চলাচলে চাঁদাবাজদের এই চাঁদাবাজি বন্ধে প্রশাসনের সহযোগীতা না পেলে নৌশ্রমিকরা নদীপথে অনিদৃষ্ট কালের জন্য নৌ-ধর্মঘট করবে বলেও জানান। এতে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব হারাবে।

    আরও খবর

    Sponsered content