প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০১৯ , ১০:২৮:৩৮ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ- সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের চানপুরস্থ একটি খাল থেকে অজ্ঞাতনামা একব্যাক্তির একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নামও পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,আজ বুধবার দুপুর আড়াইটায় স্থানীয় লোকজন খালে একটি লাশ দেখতে পেয়ে দিরাই থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে এই ব্যাক্তিটির মৃত্যু কেন হয়েছে কিভাবে হয়েছে ময়না তদন্তের রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না।
এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান,ময়না তদন্তের রিপোর্ট ছাড়া কিছুই এখন বলা যাচ্ছে না।