প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০১৯ , ৭:৪৪:০২ অনলাইন সংস্করণ
ভাটি বাংলা ডেস্কঃ
সিলেট নগরীর উন্নয়নে এক হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। আজ একনেক বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিকল্পনা মন্ত্রীর বিশেষ প্রচেস্টায় সিলেটের উন্নয়নে এই বিশাল প্রকল্প অনুমোদন লাভ করে।
আজ দৈনিক ইত্তেফাকের ৬৭ তম
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট অফিসের আয়োজিত অনুষ্ঠানে মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটের উন্নয়নে এই বিশাল অংকের টাকা বরাদ্দ করায় প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানান।
তিনি বলেন, এটা সিলেটের ইতিহাসে সর্বোচ্চ বরাদ্দ। এজন্য তিনি মহান আল্লাহতায়ালার শুকরিয়া ও নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।
সূত্র জানায়, কয়েক মাস আগে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ১২ শ’ কোটি টাকা বরাদ্দ চেয়ে আবেদন করা হয়।
এ বিষয়ে পরিকল্পনা মন্ত্রীর বিশেষ প্রচেস্টায় এই টাকা বরাদ্দ পায়। সিলেটের উন্নয়নে এই বিশাল অংকের প্রকল্প বাস্তবায়ন হলে আমূল-পরিবর্তন আসবে বলে নগরবাসীর ধারণা।