• লিড

    সিলেট জেলা আঃলীগের সভাপতি লুৎফুর রহমানকে আলহাজ্ব মতিউর রহমানের অভিনন্দন

      প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০১৯ , ৩:৫৭:০৩ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার- সিলেট জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও সাবেক এমপি, সুনামগঞ্জ তৃণমূল নেতাকর্মীদের হ্নদয়ের স্পন্দন, বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব মতিউর রহমান।
    আজ বিকেলে সিলেট জেলা সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমানের বাসভবনে হ্নদ্যতাপূর্ণ পরিবেশে দীর্ঘদিনের বন্ধু আলহাজ্ব মতিউর রহমান দলীয় নেতাকর্মী নিয়ে অভিনন্দন জ্ঞাপন করেন।
    এসময় উপস্থিত ছিলেন- দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য মকসুদ আলম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, জগন্নাথপুর উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদির আহমেদ মুক্তা, সিলেট জেলা যুবলীগ নেতা রেদোয়ান মাহমুদ চৌধুরী, দিরাই উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সিলেট জেলা যুবলীগ নেতা- জহিরুল ইসলাম জুয়েল, দিরাই উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মাহবুবুল আলম সোহেল ও আলহাজ্ব মতিউর রহমানের একান্ত সচিব নুর মোহাম্মদ সজন প্রমুখ।

    আরও খবর

    Sponsered content