• লিড

    সিলেটে আজ থেকে অত্যাধুনিক সুবিধাসংবলিত মোটরযান ‘নগর এক্সপ্রেস’

      প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০১৯ , ৯:৫৭:৫৭ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্কঃ
    সিলেট নগরবাসীকে সর্বোচ্চ যাত্রীসেবা প্রদান করতে আজ বুধবার (২৫ ডিসেম্বর) থেকে সিলেটে চালু হচ্ছে অত্যাধুনিক সুবিধাসংবলিত মোটরযান ‘নগর এক্সপ্রেস’। বুধবার সকাল ১১ টায় নগর ভবন থেকে বহুল প্রতীক্ষিত এই গণপরিবহনের উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

    নগর এক্সপ্রেস সিটি বাস মালিক গ্রুপের আহ্বায়ক কাউন্সিরর মখলিছুর রহমান কামরান জানান, নগরী ও এর আশপাশের এলাকার লোকজনকে সেবা দিতে ৪১টি বাস নিয়ে প্রত্যাশিত এ পরিবহন যাত্রা শুরু করছে। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘নগর এক্সপ্রেস’এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

    তিনি জানান, নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর ঐকান্তিক পরিশ্রমের ফসল কাঙ্খিত এই নগর এক্সপ্রেস চালু হওয়া। এটি সিলেটবাসীর জন্য আনন্দের সংবাদ।

    তিনি আরো জানান, প্রাথমিকভাবে এই বাসগুলো টুকেরবাজার থেকে মেডিকেল রোড হয়ে হেতিমগঞ্জ যাবে। টুকেরবাজার থেকে বন্দর টু বটেশ্বর, সুরমা মার্কেট পয়েন্ট থেকে হেতিমগঞ্জ ও এয়ারপোর্ট থেকে কদমতলী হয়ে মোগলাবাজারের হাজীগঞ্জে যাবে। ইতিমধ্যে দক্ষ চালক ও সুপারভাইজার নিয়োগ সম্পন্ন হয়েছে। ভাড়াও নির্ধারণ করা হয়েছে। যাত্রীরা টিকিট কেটে সেবা গ্রহণ করবেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের সর্বস্থরের নাগরীক ও সাংবাদিকদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন ‘নগর এক্সপ্রেস সিটি বাস মালিক গ্রুপের’ আহবায়ক কাউন্সিলর মখলিছুর রহমান কামরান।

    আরও খবর

    Sponsered content