• লিড

    রফিনগর ইউপি চেয়ারম্যানের নির্দেশে ওয়ার্ড আঃলীগের সেক্রেটারি এনামের উপর হামলা

      প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০১৯ , ৩:৫৪:৩৭ অনলাইন সংস্করণ

    বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার ১নং রফিনগর ইউনিয়নের চেয়ারম্যান রেজুয়ান হোসেন খাঁনের নির্দেশে বীর মুক্তিযোদ্ধা রবি হোসেনের সন্তান ও রফিনগর ইউপির ৫ ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি এনামুল হক (মাস্টার আলী) উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

    প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়- আজ সকাল ১১ টার সময়, স্থানীয় বাংলা বাজারস্থ ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের বারান্দায় ইউপি চেয়ারম্যান রেজুয়ান হোসেন খাঁনের উপস্থিতিতে ও নির্দেশে তারই পালিত গুন্ডা বাহিনী ফখরুল, আনন্দ ও ওয়ালিদ সহ ৮-১০ এনামুল হকের উপর হামলা করে।  ঘটনার বিবরণে জানা যায়- বাংলা বাজার টু পাথারিয়া রাস্তা কয়েক দিন যাবত চেয়ারম্যান রেজুয়ান হোসেন খাঁনের নির্দেশে যান চলাচল বন্ধ রাখা হয়, এবিষয়ে ৫ নং ওয়ার্ড আঃলীগের সেক্রেটারি ও স্থানীয় ব্যবসায়ী এনামুল হক চেয়ারম্যানের সিদ্ধান্তের সমালোচনা করায় ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান এনামুল হকের উপর হামলার নির্দেশ দেন বলে বিশ্বস্ত সূত্র ও হামলার শিকার এনামূল হকের দাবি।
    এবিষয়ে রফিনগরের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল মামুন দৈনিক ভাটি বাংলা ডটকম কে জানান- তুচ্ছ ঘটনা নিয়ে চেয়ারম্যানের নির্দেশে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও ওয়ার্ড আঃলীগের সেক্রেটারির উপর হামলা ন্যাক্কারজনক। আমি এ-ই হামলায় নিন্দা ও প্রতিবাদ জানাই।
    এবিষয়ে রফিনগর ইউপি চেয়ারম্যান রেজুয়ান হোসেন খাঁনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    আরও খবর

    Sponsered content