• ইসলামি জীবন

    মোটরসাইকেলে ওমরায় যাচ্ছেন বাংলাদেশি দুই তরুণ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

      প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০১৯ , ৯:০৭:৫৮ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্কঃ  পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে মোটর সাইকেলে রওনা দিয়েছেন দুই বাংলাদেশি তরুণ। এরা হলেন, আবু সাঈদ ও মাসদাক চৌধুরী। মোটরসাইকেলে তারা ভারত, পাকিস্তান ও ইরান হয়ে দুবাই পৌঁছাবেন তারা। সেখান থেকে দুবাইয়ের শারজা হয়ে সৌদি আরব প্রবেশ করবেন। জানা গেছে, এতে তাদেরকে প্রায় ২০ হাজার কিলোমিটার পথ পারি দিতে হবে। সব মিলিয়ে তাদের দুই মাস সময় লাগবে। গত ৫ ডিসেম্বরে রওনা দিয়ে ২৮ ডিসেম্বর পর্যন্ত মোট ২৩ দিনে ছয় হাজার কিলোমিটার রাস্তা পাড়ি দিয়েছেন ওই দুই বাংলাদেশি পরিব্রাজক।
    বর্তমানে তারা পাকিস্তানের লাহোর পার হয়ে করাচিতে অবস্থান করছেন। তবে তাফতান বর্ডার দিয়ে ইরানে প্রবেশ করতে পাকিস্তান সরকারের কাছ থেকে ট্রাভেল সংক্রান্ত অনুমতিপত্র সংগ্রহের কাজে সপ্তাহখানেক করাচিতে অবস্থান করতে হবে তাদের। অনুমতি মিললেই ইরানে প্রবেশ করে সেখান থেকে তারা আরব উপদ্বীপের দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের শারজায় পৌঁছবেন। দুই তরুণের মধ্যে আবু সাঈদ ফেনী জেলার বাসিন্দা। আর মাসদাকের বাড়ি চট্টগ্রামে। একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে গিয়ে বন্ধুত্ব হয় দুজনের। দুজনই সমান ভ্রমণপিপাষু। র আগে তারা মোটরসাইকেলে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে কলকাতা, বেনারস, অমৃতসর, পাঞ্জাব ভ্রমণ করেন। তারা ওয়াগাহ সীমান্ত দিয়ে পাকিস্তানের লাহোর পর্যন্ত যান। বেশ কিছুদিন ধরে তাদের পরিকল্পনা ছিল মোটরসাইকেলে ইসলামের পবিত্র স্থান মক্কা মদিনা ভ্রমণ করবেন।

    আরও খবর

    Sponsered content