প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০১৯ , ১০:১৯:৫৫ অনলাইন সংস্করণ
ভাটি বাংলা ডেস্কঃ
মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত তূর্যকে আটক করেছে (ডিবি) পুলিশ।
ডাকসুর ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের উপর হামলার অভিযোগে আটক করা হয়েছে তাদের।
মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বুলবুলসহ বাকি হামলাকারীদেরও খোঁজা হচ্ছে।
রোববার দুপুরে মুক্তিযুদ্ধ মঞ্চ ও সাধারণ ছাত্র অধিকার পরিষদের একাংশের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ডাকসু ভবনে অবস্থানকালে নুরের ওপর হামলা করে মুক্তিযুদ্ধ মঞ্চের সমর্থকরা। এক পর্যায়ে ডাকসু ভবনে ঢুকে নুরসহ সেখানে থাকা সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের বেধড়ক পেটায় তারা।
এ ঘটনার সোমবার সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ডাকসুর ভিপির ওপর হামলার নিন্দা জানান।
মন্ত্রী আরো জানান, এ ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।