• সভা/সেমিনার

    ভিপি নুরু’র উপর হামলা ও ভারত জুড়ে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

      প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০১৯ , ১১:২৫:৩৪ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুর উপর হামলা ও ভারতজুড়ে সংখ্যালঘু মুসলমাদের উপর নির্যাতনের প্রতিবাদে সুনামগেঞ্জ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটায় পৌর শহরের আলফাত উদ্দিন স্কয়ারে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সুনামগঞ্জ শাখার উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করা হয়। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারী কলেজের শিক্ষার্থী ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নেতা বকুল দাস, নাসিম চৌধুরী, ইকবাল হোসেন, সোহলে আহমদ, সোহান রহমান,আব্দুল জলিল,আশরাফ আহমদ প্রমুখ। বক্তারা বলেন, ভারত জুড়ে সংখ্যালঘু মুসলমাদের উপর বর্বাচিত হামলা এবং নির্যাতন চালাচ্ছে। মোদি সরকার মুসলমাদের ওই দেশ থেকে তাড়িয়ে দিতে চাইছে, কিন্তু তাদের দেশের ওই সমস্যার সবচেয়ে বেশী ক্ষতি হবে বাংলাদেশের কারণ আগে থেকে বাংলাদেশে ১০লাখের বেশী রোহিঙ্গা মুসলিম আশ্রয় নিয়েছে। তাদেকে নিয়েই হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে যদি ভারত থেকে মুসলমারা এদেশে আসে তা হবে ভয়াবহ। এছাড়া ভারতে মানবতার চরম লঙ্গণ হচ্ছে। যে দেশ ধর্মনিরপেক্ষ সেই দেশে হঠাৎ করে মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে। তাই তারা রাস্তায় প্রতিবাদে নেমেছেন। এসময় বক্তরা বলেন কিছু দূবর্ৃত্ত ঢাকায় ভিপি নূরের শান্তির্পর্ণ কর্মসূচীতে হামলা চালিয়ে ভিপি নুরুকে আহত করে। সরকার অবিলম্বে সকল হামলাকারীকে চিহ্নিত করে শাস্তির দাবী করেন। অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।
    Chat conversation end

    আরও খবর

    Sponsered content