প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০১৯ , ৯:১৩:৩৯ অনলাইন সংস্করণ
ভাটি বাংলা ডেস্কঃ গতকাল ১২ ডিসেম্বর অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের আজকের ঘোষিত ফলাফলে বাংলাদেশি বংশোদ্ভূত ৯ প্রার্থীর মধ্যে ৪ জন ব্রিটিশ নারী জয় পেয়েছেন। হ্যাম্পস্টিড থেকে টিউলিপ সিদ্দিক, বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে রুশনারা আলী পপলার অ্যান্ড লাইমহাউস থেকে আপসানা বেগম ও লন্ডনের ইলিং সেন্ট্রাল ও একটন থেকে রূপা হক জয়ী হয়েছেন। তারা প্রত্যেকেই লেবার পার্টির হয়ে লড়াই করেছেন। জাতীয় নির্বাচনে লেবার পার্টি কাঙ্ক্ষিত ফল না পেলেও বাংলাদেশি এই চার নারী ছিলেন স্বমহিমায় উজ্জ্বল। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বাকী ৫ ব্রিটিশ বাংলাদেশি হেরে গেছেন। তাদের মধ্যে ৩ জন নারী আর ২ জন পুরুষ।
সিলেটি কন্যা রুশনারা আলী:-
টানা ৪র্থ বার এমপি নির্বাচিত হলেন
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের মেয়ে রোশনারা আলী।
বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে ৪৪ হাজার ৫২টি ভোট পেয়ে জয় পেয়েছেন রুশানারা আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কনজারভেটিভ পার্টির নিকোলাস স্টোভোল্ড পেয়েছেন ৬ হাজার ৫২৮টি ভোট।
বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক:- লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসন থেকে টানা তৃতীয়বারের মতো জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। ২৮ হাজার ৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। টিউলিপের নিকটতম প্রতিদ্বন্দ্বি কনজারভেটিভের জনি লুক পেয়েছেন ১৩ হাজার ৮৯২ ভোট।
পাবনার মেয়ে রুপা হক:-
লন্ডনে ইলিং সেন্ট্রাল আসনে লেবার পার্টির হয়ে টানা তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন রূপা হক। ২৮ হাজার ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। রূপার নিকটতম প্রতিদ্বন্দ্বি কনজারভেটিভের জুলিয়ান গ্যালেন্ট পেয়েছেন ১৪ হাজার ৮৩২ ভোট।
সুনামগঞ্জের মেয়ে আপসানা বেগম:- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লুদরপুর গ্রামের মেয়ে আপসানা বেগম প্রথমবারের মতো
পপলার অ্যান্ড লাইমহাউস থেকে ৩৮ হাজার ৬৬০টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কনজারভেটিভ পার্টির শিউন ওকে পেয়েছেন ৯ হাজার ৭৫৬ ভোট।
ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি ৪ কন্যা এমপি নির্বাচিত হওয়ায় দৈনিক ভাটি বাংলা ডটকম পরিবারের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।