প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০১৯ , ২:৫১:৩১ অনলাইন সংস্করণ
মোঃ শফিকুল ইসলাম স্বাধীননিজস্ব প্রতিনিধিঃ সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার বড়ছরা শুল্ক স্টেশনের মের্সাস ফারুক এন্টার প্রাইজের মালিক বিশিষ্ট কয়লা ব্যবসায়ী হাজী তাহাজ্জত আলী সরদার আর নেই।
আজ ২৪ ই ডিসেম্বর মঙ্গলবার বিকাল-৩:৩০-মিনিটে নিজ বাড়িতে শাহাদাদ বরণ করলেন,
ইন্নালিল্লাহি ওয়ান্না ইলাইহি রাজিউন।
মরহুমের জানাজার দেওয়া হবে আগামিকাল বুধবার সকাল ১০:টায়।
হাজী মোঃ তাহাজ্জত আলী সরদার
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের পুরান খালার গ্রামের বাসিন্দা।
সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম গনকে জানাজায় উপস্থিত থাকার জন্য আহবান করা হয়ল।