• শোক সংবাদ

    বিশিষ্ট কয়লা ব্যবসায়ী হাজী তাহাজ্জত আলী সরদার আর নেই

      প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০১৯ , ২:৫১:৩১ অনলাইন সংস্করণ

    মোঃ শফিকুল ইসলাম স্বাধীননিজস্ব প্রতিনিধিঃ সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার বড়ছরা শুল্ক স্টেশনের মের্সাস ফারুক এন্টার প্রাইজের মালিক বিশিষ্ট কয়লা ব্যবসায়ী হাজী তাহাজ্জত আলী সরদার আর নেই।

    আজ ২৪ ই ডিসেম্বর মঙ্গলবার বিকাল-৩:৩০-মিনিটে নিজ বাড়িতে শাহাদাদ বরণ করলেন,
    ইন্নালিল্লাহি ওয়ান্না ইলাইহি রাজিউন।

    মরহুমের জানাজার দেওয়া হবে আগামিকাল বুধবার সকাল ১০:টায়।

    হাজী মোঃ তাহাজ্জত আলী সরদার
    সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের পুরান খালার গ্রামের বাসিন্দা।

    সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম গনকে জানাজায় উপস্থিত থাকার জন্য আহবান করা হয়ল।

    আরও খবর

    Sponsered content