প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০১৯ , ১০:১২:৩৩ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা জাদুঘরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। আজ ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস। বায়ান্নের রক্তের সিঁড়ি বেয়ে শুকনু পাতার মর- মরানী সুরে ছাত্র- জনতা বুদ্ধিজীবি আবাল,বৃদ্ধ, বীরাঙ্গনা সহ প্রায় ত্রিশলক্ষ শহীদের বুকের তাজা রক্ত তথা মা- বোনের সমভ্রমহানীর বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট- স্বাধীনতা, লাল সবুজের পতাকা।
এই পতাকা বাঙ্গালী জাতির আত্বহাংকার, আনন্দ- উৎসব, গৌরব- প্রেরণার বিশ্বে মহীয়ান।
কিন্তুু অপ্রিয় হলেও সত্য যে, আজ মহান বিজয় দিবস ১৬ ই ডিসেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সকল প্রশাসনিক ভবন,শিক্ষা প্রতিষ্ঠান, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান সহ সর্বত্র জাতীয় পতাকা উত্তোলন করা হলেও এই উপজেলাধীন ১ নং কলকলিয়া ইউনিয়নের অন্তর্গত “কলকলিয়া ইউপি মুক্তিযোদ্ধা জাদুঘর ” এ এখন বেলা প্রায় সাড়েতিন ঘটিকায়ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। অথচ অত্র ইউনিয়ে ৮ জন মুক্তিযোদ্ধা জীবিত আছেন। এমনকি বীর মুক্তিযোদ্ধা বাবু রসরাজ বৈদ্যের বাড়ী উল্লেখিত মুক্তিযোদ্ধা জাদুঘর এর মাত্র ১ কিলোমিটার অদুরে। এলাকার জনমনে একটাই প্রশ্ন ওরা আসলেই কি মুক্তিযোদ্ধা। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন অত্র এলাকার সচেতন মহল।