ভাটি বাংলা ডেস্কঃ ২৬ ডিসেম্বর ২০১৯ , ৮:২১:৫৯ অনলাইন সংস্করণ
বর্তমানে আমাদের ভিয়েনার প্রবাসের নিস্তরঙ্গ জীবনে কিছুটা তরঙ্গের ছোয়া নিয়ে এসেছে আষ্ট্রিয়া বাংলাদেশ সমিতির নতুন কমিটি গঠনের খবরটি।
নিঃস্বন্দেহে এই সমিতিই একটি মাত্র সংগঠন যা আমাদের অষ্ট্রিয়া প্রবাসি বাংলাদেশিদের সামাজিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে আসছে দীর্ঘদিন ধরে। এমনকি অধুনা এদেশে বাংলাদেশ সরকারের দূতাবাস চালু হলেও সমিতির আবেদন একটুও কমেনি। এই দূর প্রবাসের মিশ্র সংস্কৃতিতে সমিতি আমাদের জাতীয় দিবস, ঈদ, নববর্ষে বিভিন্ন আয়োজন করে আমাদের মনে করিয়ে দেয় “একদিন বাঙ্গালী ছিলাম রে…”।
এসব দিকদিয়ে চিন্তা করলে সমিতির গুরুত্ব অপরিসীম। আর প্রতিবছর সমিতির নির্বাচন নিয়ে প্রবাসী সমাজে যে আমেজ উদ্দিপনার সৃষ্টি হয় তা সত্যি অতুলনিয়। আসলে দল মত নির্বিশেষে সমিতি আমাদের সবার গর্বের ধন। আর এই সংগঠনের প্রতি আমাদের চাওয়া পাওয়া ভালবাসাও অপরিসীম।
সম্প্রতি আমাদের সমিতিকে ২০২০ সালে নেতৃত্ব দেয়ার জন্য গঠিত হলো নতুন পরিচালনা কমিটি। আমরা যারা সমিতির সাধারন সদস্য তাদের কাছে প্রতিবছর কমিটি গঠনের জন্য যে নির্বাচনটি অনুষ্ঠিত হয় তা অত্যন্ত প্রত্যাশিত। এই নির্বাচন উপলক্ষে প্রবাসের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন,রাজনৈতিক দল এবং আঞ্চলিক সমিতি গুলোর মধ্যে সুরুহয় প্রনচাঞ্চল্য ও নানামুখী তৎপরতা।
আমরা যারা বাংলাদদেশের নির্বাচনে আংশগ্রহন করতে পারিনা মুলত তারা এই সমিতিতে ভোট দিয়ে সেই সাধ অনেকটাই পুরন করি। আবার নির্বাচনের মধ্যমে সমিতি পরিচালনার জন্য বেড়িয়ে আসে শক্তিশালী নেতৃত্ব।
এবছর নির্বাচন হয়নি, কমিটি গঠন হয়েছে মুলত সিলেকশনের মাধ্যমে। এতে অন্য অনেক সদস্যদের মতো আমিও কিছুটা আশাহত। আমার এই দুঃখবোধের কারন অব্যশ্য মূলত এই জন্যযে- নির্বাচনী উৎসব মুখর পরিবেশটা পেলাম না। তবে এ বিষয়ে সমিতির নির্বাচন কমিশনের সদস্য এহসান উল্লাহ আলমগীর সাহেবের সাথে টেলিফোনে যোগাযোগ করে জানাগেল,” যেহেতু কমিশনের কাছে আর কোন প্যানেল জমা পড়েনি তাই “সুমন – বিল্লাল” পরিষদটিকেই নির্বাচিত বলে ঘোষনা করা হয়েছে”।
নতুন কমিটির সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান (সুমন) পূর্ববর্তি কমিটির সাভাপতি ছিলেন। এছাড়াও তিনি অতিতে বিভিন্ন সময়ে সমিতির বিভিন্ন দায়িত্বে ছিলেন। তাছারা তিনি সভাপতি থাকা কালীন সময়ে “সুমন-সোহাগ” কমিটির নেতৃত্বে সমিতির স্থায়ি কার্যালয় স্থাপন করার মতো দীর্ঘদিনের দাবী তারা বাস্তবায়ন করেছেন। সে হিসাবে সমিতির জন্য তিনি অত্যন্ত যোগ্য একজন ব্যক্তি।
এবার সাধারন সম্পাদক হিসাবে এসেছেন নতুন প্রজন্মের প্রতিনিধি জনাব বিল্লাল হোসেন। তরুন হিসাবে তিনিও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত। আশা করা যায় তিনিও সমিতিতে তার নেতৃত্বের প্রতিভার স্বাক্ষর রাখবেন।
সমিতির নতুন কমিটিটি মুলত কয়েক বছরের চালু রীতি আনুযায়ী তরুন প্রজন্মকে প্রধান্য দিয়ে গঠন করা হয়েছে তবে সাথে অভিজ্ঞদেরও রাখা হয়েছে। এতে স্বন্নিবেশ করা হয়েছে স্বাধ্য অনুযায়ী বাংলাদের সকল জেলার লোকদের। সে হিসাবে বলতে গেলে এটি একটি আকর্শনিয় কমিটিই হয়েছে। টেলিফোনে কথা বলেছিলাম নব গঠিত কমিটির সাংস্কৃতিক সম্মাদক প্রতিশ্রুতিশীল গায়ক জনাব আরেফিন রানার সাথে, ‘ তিনি মুলত নির্বাচিত হয়েই আসতে চেয়ে ছিলেন কিন্তু অন্যকোন প্যানেল জমা না পড়ায় বাস্তবতাকে মেনে নিয়েছেন, তবে তিনি চান অতীতের সকল ভুলভ্রান্তিকে দূরে ঠেলে সকলকে নিয়ে সাংস্কৃতিক অংঙ্গনে ইতিবাচক অবদান রাখতে। এইব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।’
আমরাও আরেফিন রানার মতো চাই তারুন্য নির্ভর এই কমিটি প্রবাসে সকল ভেদাভেদ ভুলেগিয়ে কমিওনিটির জন্য ইতিবাচক অবদান রাখুক।আমরা চাই সমিতি সকলকে নিয়ে এগিয়ে যাক।