প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০১৯ , ২:৩৮:৪১ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার: আমি মোছাঃ নেওয়ারুন নেছা, স্বামী নূর আলী, ছাতক উপজেলার ভাতগাঁও গ্রামের বাসিন্দা। বিগত ৮ ডিসেম্বর কটি প্রিন্ট ও অনলাইন পত্রিকায় আমার বিরুদ্ধে জাল দলিল জালিয়াতি করে অসহায় পরিবারের জায়গা দখলের অভিযোগ নামে একটি মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে। এই মিথ্যা সংবাদে যে জায়গা সম্বন্ধে বলা হয়েছে তা আমার দাদার নামে রেকর্ড ভুক্ত। আমি দাদা ও অন্যান্য রেকর্ডীয় মালিকের ওয়ারিশানের কাছ থেকে খরিদ সূত্রে এই জায়গার মালিক। আমি আমার জায়গা উদ্ধারের জন্য সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেছিলাম। এর প্রেক্ষিতে জায়গার বিষয়টি গ্রামের সালিশ ব্যক্তিদের মাধ্যমে নি®পত্তির প্রক্রিয়ায় রয়েছে। এরই মধ্যে ১৮ শতক জায়গা আমার পিতার কাছ থেকে ক্রয় করেছেন বলে কখনোই স্বীকার করেননি। সবসময়ই বলেছেন অন্যজনের কাছ থেকে ক্রয় করেছেন। কিন্তু যখনই সালিশ মীমাংসার ব্যবস্থা করা হয় তখন তিনি স্বীকার করেন জায়গাটি আমার বাবার কাছ থেকে ক্রয় করেছেন। এবং ১৮ শতক জায়গা সালিশ মীমাংসায় সমাধান করা হয়। এই বিষয়ে রাশিয়া বেগম থানায় কোন মামলা করেননি। আর সংবাদে উল্লেখিত সাবেক মেম্বার আব্দুল মজিদের বক্তব্যও মিথ্যা। তিনি এব্যাপারে কিছু জানেন না। আমার বিরুদ্ধে প্রকাশিত এই সংবাদটি স¤পূর্ণ ভিত্তিহীন বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। আমি এর তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাই।
এ ব্যাপারে রাশিয়া বেগম বলেন, আমি থানায় কোন মামলা করিনি।
সাবেক মেম্বার আব্দুল মজিদ বলেন, সংবাদে আমার যে বক্তব্য দেয়া হয়েছে তা বানোয়াট ও মনগড়া। আমি আদৌ এসব কিছু বলিনি। আমি এর তীব্র নিন্দা জানাই।
নেওরারুন নেছার ভাই ভমভমি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি শাহিন আহমদ বলেন, একটি কুচক্রী মহল আমাদের পরিবারের সম্মান ক্ষুন্ন করার জন্য মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করে অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই।