প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০১৯ , ৯:১৩:০২ অনলাইন সংস্করণ
সিনিয়র প্রতিবেদকঃ– সুনামগঞ্জ তথা বৃহত্তর সিলেটের অন্যতম শীর্ষ আলেম, দক্ষিণ সুনামগঞ্জের দারুল উলুম দরগাহ পুর মাদ্রাসার মুহতামিম, প্রখ্যাত মুফাসসির ও বক্তা, শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম খাঁন সাহেবের বিরুদ্ধে মামলাকারী বিতর্কিত সাদপহ্নী তাবলীগ অনুসারী সুনামগঞ্জ এলজিইডি মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম কে বরখাস্ত করা হয়েছে।
গতকাল ৫ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জনাব ইকবাল আহমদ স্বাক্ষরিত অফিসিয়াল আদেশে বিতর্কিত নজরুল ইসলামকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
ইতিপূর্বে সুনামগঞ্জের শীর্ষ উলামায়ে কেরাম ২৪ ঘন্টার ভিতরে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছিলেন। বেধে দেয়া সময়ে মসজিদ থেকে অব্যাহতি প্রাপ্ত হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষমতা চাওয়ার কোনো খবর জানা যায়নি। এব্যাপারে জমিয়তের একজন জেলা নেতা দৈনিক ভাটি বাংলা ডটকম কে জানান নজরুল ইসলাম বরখাস্ত হওয়ার সংবাদ পেয়েছি কিন্তু সে আল্লামা নুরুল ইসলাম খাঁন সাহেব হুজুরের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে অন্যতায় সুনামগঞ্জের হাজার হাজার উলামা মাশায়েখ ও ধর্মপ্রাণ মুসল্লিরা তাকে এমনিতে ছেড়ে দিবেনা।
উল্লেখ্য গতকাল এসংক্রান্ত খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে জেলা জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শতশত ফেসবুক ব্যবহারকারী ক্ষোভ ঝাড়েন মামলা কারী নজরুল ইসলামের উপর।
দৈনিক ভাটি বাংলা অনলাইনে নিউজ প্রকাশের পর পেইজ ও আইডি থেকে ৩শতাধিক শেয়ারের মাধ্যমে হাজার হাজার সাধারণ মানুষের দৃষ্টি গোচর হয়।
নজরুল বরখাস্ত হওয়ার সংবাদে জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে তবে ক্ষমা প্রার্থনা ও মামলা প্রত্যাহার না হলে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে পারে সুনামগঞ্জ জেলা জুড়ে।