• অনিয়ম / দুর্নীতি

    নি‌য়োগ পরীক্ষায় প্র‌ক্সি দি‌তে এসে প্র‌কে‌ৗশলীর ১মাসের কারাদন্ড

      প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০১৯ , ১১:২৪:২৫ অনলাইন সংস্করণ

    ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব।।ঠাকুরগাঁও‌য়ে ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর পদের।নিয়োগ পরীক্ষায় ‘প্রক্সি’ দেওয়ার অপরাধে আতিকুর রহমান (২৯) নামের এক প্রকৌশলীকে ১মা‌সের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
    উপ‌জেলা প্রশাসন সুত্রে জানা যায়, শুক্রবার ঠাকুরগাঁও‌য়ে ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষা চল‌ছি‌লো। এ সময় সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সম‌য়ে ‘প্র‌ক্সি’ ‌দি‌তে এসে পরীক্ষকের হাতে ধরা প‌ড়ে আতিকুর রহমান। প‌রে ভ্রাম্যমান আদাল‌তের বিচারক ও উপ‌জেলা নির্বাহী অফিসার আব্দুলাহ-আল-মামুন পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার
    দা‌য়ে তা‌কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান ক‌রেন। দ‌ন্ডপ্রাপ্ত আতিকুর রহমান দিনাজপু‌র জেলার এক‌টি বেসরকারি প্রতিষ্ঠানে
    কর্মরত সহকারী প্রকৌশলী এবং তার বাসা ওই জেলা‌তেই বলে জানা যায়।

    আরও খবর

    Sponsered content