• সুনামগঞ্জ

    ধর্মপাশা উপজেলায় ৮ কিলোঃ রাস্তা পাকাকরণ কাজ পরিদর্শন করেন রতন এমপি

      প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০১৯ , ৪:৪৭:৪৪ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি:-  সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সড়ক হতে চামারদাড়ি ও জয়শ্রী ইউনিয়নের ৪টি বাজার পর্যন্ত ৮কিলোঃ সাব-মার্জিবুল রাস্তা পাকাকরণ কাজ পরিদর্শন করেন সুনামগঞ্জ-১ আসনের স্থানীয় সংসদ সদস্য ইজ্ঞিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। স্থানীয় এলজিইডির কর্তক ২০ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে এই পাকাকরণ কাজটি বাস্তবায়ন করা হচ্ছে। শনিবার বিকেলে পরিদর্শনকালে এমপি রতনের সাথে এ সময় উপস্থিত ছিলেন,ধর্মপাশা উপজেলা এলজিইডির নিবার্হী প্রকৌশলী মোঃ আরিফ উল্ল্যাহ খান,উপজেলা পানি উন্নয়ন বোর্ডের এসও মোঃ মাহমুদুল হাসান,চারামদানি ইউপি চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না ও ধর্মপাশা উপজেলা শ্রমিকলীগের সহ সভাপতি মোঃ নুরুজ্জামান প্রমুখ।
    সংসদ সদস্য ইজ্ঞিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামের চেহারা পাল্টে দিতে গ্রামকে শহরে পরিণত করতে ব্যাপক মেগা প্রকল্প হাতে নিয়েছেন। আজ কোন গ্রামকে অবহেলিতভাবে দেখার সুযোগ নেই। প্রতিটি গ্রামে আজ রাস্তা পাকাকরণের মাধ্যমে সরাসরি উপজেলা ও জেলা সদরের সাথে যোগাযোগ সৃষ্টির ফলে সাধারন মানুষজনের দীর্ঘপথ কম সময়ে যাওয়া সম্ভব হচ্ছে। তিনি আরো বলেন আজ দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে শিক্ষার প্রসারে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে এই সরকার বাংলাদেশকে বিশ্বে একটি প্রথম সারির উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে শেখ হাসিনা দিনরাত কাজ করছেন। এ জন্য সাধারন মানুষজনকে সব সময় শেখ হাসিনার পাশে থাকার আহবান জানান।

    আরও খবর

    Sponsered content