প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০১৯ , ২:২৮:৫১ অনলাইন সংস্করণ
এম এ মোতালিব ভুইয়া, স্টাফ রিপোর্টারঃ–
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পানি উন্নয়ন বোর্ডের ৩৪টি বেরীবাঁধ কাজের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের মাধ্যমে কাজের সূচনা করলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংদস্য মুহিবুর রহমান মানিক। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে উদ্ভোধন অনুষ্ঠানে এমপি মানিক মোট ৩৪টি পিআইসি সভাপতি ও সদস্য সচিবসহ সংশ্লিষ্টদের উদ্দেশ্য করে বলে্ন- আওয়ামীলীগ সরকার প্রতি বর্ষা মৌসুমের আগেই বোরো ফসল রক্ষার্থে কোটি কোটি টাকা ব্যয় করে বেরীবাঁধ নির্মান করে আসছে।বর্তমান সরকার সততা ও নিষ্ঠার সাথে কৃষকদের দিয়ে পিআইসি গঠন করে এবং মনিটরিং কমিটির মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের বেরীবাঁধের কাজ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন যদি কোন বেরীবাঁধে দূর্নীতি করা হয় তবে কাউকে ছাড় দেওয়া হবে না। উদ্ভোধন কালে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুর রহিম, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা্,পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সমশের আলী মিন্টু্,ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মোঃ সৈয়দ হোসে্ন, দোয়ারাবাজার উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও ইউপি সদস্য মোঃ তাজির উদ্দি্ন, নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলা্ম, ৩৪টি পিআইসির মধ্যে যারা রয়েছেন সিরাজ মিয়া, মেরাজ মিয়া, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মোঃ হোসেন, মাসুক মিয়া, ছালিক মিয়া, গুরুদাস দে, তাজুল ইসলাম, আব্দুল মন্নান, তাজির উদ্দিন, আবেদ আলী, আবুল কালাম, আলাউদ্দিন, আখলোছ মিয়া, আলতাব হোসেন, অজিত চন্দ্র দাস, আব্দুল ওয়াহিদ, রাজ্জাক মিয়া, আমির হোসেন বাদশা, আমজাদ হোসেন, মোঃ মুজাম্মিল খান, আব্দুল মজিদ বীর প্রতীক, মঈনুল ইসলাম, এখলাছুর রহমান ফরাজী, সাহেদা আক্তার, আব্দুল হালীম বীর প্রতীক, আলীনুর, আব্দুর রহিম, শাহজাহান, তমিজ উদ্দিন, জয়নাল আবেদীন, আব্দুল হাই বিলাত,দোয়ারাবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দ প্রমুখ।