• আইন আদালত/সাজা

    দোয়ারাবাজারে দেড় বছরেরে সাজা ও সাড়ে ৮ লক্ষ টাকা দন্ডপ্রাপ্ত পলাতক আসামী আটক

      প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০১৯ , ১:২৫:৩৩ অনলাইন সংস্করণ

    এম এ মোতালিব ভুঁইয়া :
    সুনামগঞ্জের দোয়ারাবাজারে দেড় বছর সাজা ও সাড়ে ৮লক্ষ টাকা অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

    পুলিশ সুত্রে যানাযায়, শুক্রবার(২৭ ডিসেম্বর)ভোরে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আবুল হাশেমের দিকনির্দেশনায় এএসআই জামাল মিয়া ও এএসআই ছায়েদুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট জালালাবাদ থানার পাশে ভাড়াটিয়া বাসা থেকে দায়রা ১৫৩/১৫, সিআর ৭৪৬/১২ মামলার একবছর বিনাশ্রম কারাদন্ড ও ৪ লক্ষ ৪৬ হাজার ৬শত ৭০ টাকা এবং দায়রা ১৯৪২/১৮ ,সিআর ৬৬/১৮ মামলার ৬ মাসের কারাদন্ড ৪ লক্ষ টাকা অর্থদন্ডপ্রাপ্ত পৃথক দুইটি মা্মলায় মোট একবছর ছয় মাস কারাদন্ড ও ৮লক্ষ ৪৬ হাজার ৬শত ৭০ টাকা অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোছাঃ রেনুফা বেগম রাখিকে আটক করা হয়েছে।সে উপজেলার সুরমা ইউনিয়নের টেংরাটিলা গ্রামের ডাঃএম জি কিবরিয়ার স্ত্রী।

    দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আবুল হাসেম পৃথক দুইটি মামলায় মোট দেড়বছর সাজা ও ৮লক্ষ ৪৬ হাজার ৬শত ৭০ টাকা অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামী রেনুফা বেগম রাখিকে আটকের খবর নিশ্চিত করে জানান তাকে আগামীকাল সুনামগঞ্জ আদালতের পাঠানো হবে

    আরও খবর

    Sponsered content