• গ্রেফতার/আটক

    দোয়ারাবাজারে ইউপি মেম্বারের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা আটক ২

      প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০১৯ , ৪:২০:২০ অনলাইন সংস্করণ

    এম এ মোতালিব ভুইয়া, স্টাফ রিপোর্টার।।দোয়ারাবাজার উপজেলায় ইউপি মেম্বার নজরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা করা হয়েছে। সোমবার রাতে মেম্বারের স্ত্রী মোছাঃছাফেরা বেগম উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কিরনপাড়া গ্রামের আব্দুল ছাত্তারের পুত্র মোঃসুমন মিয়াকে প্রধান আসামি করে ৩ জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

    মামলা সুত্রে যানাযায়,বিগত ৭/৮ মাস পূর্বে সন্ত্রাসী সুমন মিয়া গ্রামের একটি মেয়েকে ইভটিজিং করায় নজরুল মেম্বার স্থানীয় ভাবে সালিশ বৈঠকের মাধ্যমে মিমাংশা করিয়া সুমন মিয়াকে এহেন কর্মকাণ্ড না করার জন্য সতর্ক করে দেন ।এই ঘটনা কে কেন্দ্র করে আক্রোশান্বিত হয়ে গত সোমবার(২৩ ডিসেম্বর) রাতে স্থানীয় বাংলাবাজার ময়না মিয়ার চা দোকানে বাংলাবাজার ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম(৪০) স্থানীয় বাংলাবাজার ময়না মিয়ার দোকানের বারান্দায় বসে চা পান করা অবস্থায় পূর্ব পরিকল্পিত ভাবে হাতে ধারালো ছুরি ,লোহার রড হাতে নিয়া হত্যার উদ্দেশ্যে নজরুল মেম্বারের উপর সুমন মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা অতর্কিত ভাবে আক্রমন করে পিটিয়ে ও কুপিয়ে গুরতর আহত করে।

    আহত নজরুল মেম্বারকে বাজারের লোকজন স্থানীয় বাংলাবাজারের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা করে পল্লী চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে নজরুল মেম্বার সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    সন্ত্রাসী হামলার বিষয়ে জানার জন্য মামলার আসামী পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।

    নজরুল মেম্বারের স্ত্রী মোছাঃ ছাফেরা বেগম বলেন, আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে যারা সন্ত্রাসী হামলা চালিয়ে ছিল আমি তাদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

    দোয়ারাবাজার থানার ওসি মোঃআবুল হাশেম বলেন, অভিযুক্ত সুমন ও বাদল এই দুইজনকে আটক করে সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে। পুলিশ আসামি মোঃ লাভলু মিয়াকে গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    আরও খবর

    Sponsered content