• গ্রেফতার/আটক

    দিরাইয়ে মোটরসাইকেলের সিরিয়াল নিয়ে দ্বন্দ্ব, নির্দোষ ৩জনকে আটকের অভিযোগ

      প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০১৯ , ৫:০৮:০৬ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদারের ভাগ্না হুমায়ূনের সাথে গত শনিবার হাতিয়া গ্রামের লিলু মিয়ার পুত্র সুবেলের সাথে আকিলশাহ বাজারে কথা-কাটাকাটি হয়।

    জানা যায়,দুজনই মটরবাইক চালক, বাইকের সিরিয়ালে প্রথমে কার নাম এ নিয়ে কথার কাটাকাটি হয় দুজনে, একপর্যায়ে টেলাটেলি ও ধাক্কাধাক্কি, রূপ নেয় সংঘর্ষের।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চেয়ারম্যান মুজিবুর রহমান ভাগ্না’র পক্ষ নিয়ে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আকিলশাহ বাজারে এসে , সুবেল মিয়ার কলার ধরে চর থাপ্পড় মারেন। বাজারে থাকা গন্যমান্য ব্যক্তিরা এগিয়ে এসে চেয়ারম্যানকে নিয়ে যান।

    আজ রোববার বিকাল ২ টায় হাতিয়া মোকাম হাটি থেকে মোকাম হাটির মৃত আব্দুর রকিবের পুত্র শাহানুর (২২), শফিক মিয়ার পুত্র আল আমিন (২৩), সুলুক মিয়ার পুত্র সোহাগ (২৩)দিরাই যাবার পথে ধল রোডে চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার গাড়ি থামিয়ে জিজ্ঞেস করেন তোমরা কারা, জবাবে ওরা হাতিয়া মোকামহাটি বললে চেয়ারম্যান মোটরসাইকেলের চাবি হাতে নিয়ে নেন,শুরু হয় ধস্তাধস্তি, চেয়ারম্যানের সঙ্গে থাকা লোকজন তাদের সাথে মারামারিতে লিপ্ত হলে আশপাশের লোকেরা এসে মারামারি থামাতে সক্ষম হয়,চেয়ারম্যান সুকৌশলে দিরাই থানা পুলিশকে খবর দিয়ে পথিমধ্যে মোটরসাইকেলে আটক করে তাদেরকে। অথচ এদের সাথে কোন দ্বন্দ্ব হয়নি চেয়ারম্যানের ভাগ্নার সাথে।

    আরও খবর

    Sponsered content