প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০১৯ , ১:১৯:৪৯ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি:- সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলার কালধর গ্রামে গত রোববার ১৫ ডিসেম্বর দু’পক্ষের মধ্যে সংঘষের ঘটনায় গুলিবিদ্ধ এলাইছ মিয়া (৪৫) মারা গেছেন।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকার একট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন তার স্বজনরা। এ ঘটনায় আমির উদ্দিন নামে আরো একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন । উল্লেখ্য পূর্ব বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় তাৎক্ষণিক গুলিবিদ্ধ হয়ে নিহত হন মোঃ আমির উদ্দিন আর আজ তার আপন সহোদর ঢাকায় চিকিৎসাধীন অবস্থা মারা এলাইছ মিয়া। এ ঘটনায় প্রতিপক্ষ মোঃ ফারুক মিয়াকে বন্দুক সহ পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় িিনিহতের স্বজন কুতুব উদ্দিন বাদী হয়ে ঘটনার পরের দিন প্রতিপক্ষ মোঃ ফারুক মিয়া কে প্রধান আসামী করে ৩১ জনের বিরুদ্ধে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।