• লিড

    দিরাই’য়ে আলতাব স্যারকে নিয়ে বেনামি সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তির অপচেষ্টা!

      প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০১৯ , ১০:৪২:৩০ অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদকঃ- আলতাব উদ্দিন মাস্টার, সবার কাছে শ্রদ্ধা, সম্মান ও ভালবাসার প্রিয়পাত্র, স্যার নামেই দিরাই শাল্লা তথা সুনামগঞ্জের রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ। আলতাব স্যার একটি নাম, একটি আদর্শ, একটি ইতিহাস, সততার উজ্জ্বল দৃষ্টান্ত, বিনয়ের প্রতীক, ন্যায়ের ধারক বাহক।
    দিরাই শাল্লার সর্বস্তরের জনগণ সহ সুনামগঞ্জের রাজনৈতিক অঙ্গনের সবাই সজ্জন ব্যক্তি হিসেবে উনাকে চিনেন জানেন।
    সেই ঊনসত্তরের উত্তাল সময় থেকে ২০১৯ সাল অব্দি উনার রাজনীতি অবস্থান স্বচ্ছ দিবালোকের মতো পরিস্কার উনি আওয়ামী লীগের পরীক্ষিত মুজিব সৈনিক।
    ৫০ বছরের রাজনৈতিক জীবনে পাক শাসকদের বিরুদ্ধে আঃ লীগের ৬দফা থেকে স্বাধিকার আন্দোলন ও মুক্তিযুদ্ধের পরিচালনা কমিটির নেতৃত্ব দেওয়া দিরাই’র ৪জনের একজন এবং স্বাধীনতা পরবর্তী কমিটির দিরাই আঃলীগের সাংগঠনিক সম্পাদক ও বাকি সময়ে একাধারে আওয়ামী লীগের সহসভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি এবং সভাপতি হিসেবে  কয়েক যুগ ও জেলা কমিটির বিভিন্ন পদ-পদবীতে থেকে স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী লীগের প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস লালন করে টিকে আছেন আজও।
    সাম্প্রতিক সময়ে দিরাই’র রাজনৈতিক অঙ্গনের যে নয়া মেরুকরণের প্রেক্ষাপট দৃশ্যমান হচ্ছে সেখানে একটি হাইব্রিড লুটেরা শ্রেণির হ্নদ কম্পন শুরু হয়েছে, আলতাব স্যার আতংকে ও লাগামহীন ক্ষমতার নাটাই হাত ছাড়া হওয়ার ভয়ে! বেনামি কিছু ফেসবুক আইডি থেকে আলতাব স্যারের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ গ্রহণের ছবি আপলোড করে বিভ্রান্তির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে!

    ছবিঃ- রাজনৈতিক মঞ্চে বক্তব্য রাখছেন (১৭ সালে উপনির্বাচনে এমপি প্রার্থী) রেজু মিয়া মঞ্চে উপবিষ্ট এমপি জয়াসেন গুপ্তা, জেলা সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, শাল্লার সহসভাপতি ওলিউল হক ও দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া।  অথচ এ-ই রেজু মিয়ার সাথে একটি সামাজিক অনুষ্ঠানের ছবি দিয়ে আলতাব স্যারকে বিতর্কিত করার চেষ্টা করছে কুচক্রী মহল))    নুন্যতম যারা সমাজ সচেতন তারা অবশ্যই জানেন সামাজিক অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আয়োজকদের আমন্ত্রণে অংশ গ্রহণ করে থাকেন।

    সেসব ছবি দিয়ে অপপ্রচার চালানো রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও মানসিক প্রতিবন্ধীদের হীন অপ্রচেষ্টা বৈ অন্য কিছু নয়। রাজনৈতিক বাস্তবতায় নেতৃত্বের প্রতিযোগিতা ও জনপ্রতিনিধি হওয়ার জন্য প্রতিযোগিতা, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ অথবা দ্বিমত পোষণ করে চেষ্টা করা আর দলের বিরুদ্ধে অবস্থান কখনো একাকার হতে পারে না।
    যাদের পক্ষ হয়ে আলতাব স্যারকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে নৌকা বিরোধী হিসাবে তারাই সাম্প্রতিক উপজেলা নির্বাচনে নৌকা বিরোধী অবস্থানে থেকে লড়েছিল। তাদের সহযোগী কেউ কেউ বিএনপি জামায়াতের সঙ্গী ছিলেন কিছুদিন আগেও।
    তাদের আরাধ্য নেতা যার হাতের ছোঁয়ার বদৌলতে জিরো থেকে হিরো হয়েছেন সেই বাবু সুরঞ্জিত সেন গুপ্তের রেখে যাওয়া আমানত! ড. জয়াসেন গুপ্তাকে অবজ্ঞা অপমান করে রাজনৈতিক দেউলিয়া হয়ে চোখে সর্ষে ফুল দেখে- কেউ কেউ আবুল তাবুল বকছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের এক নেতা দৈনিক ভাটি বাংলা কে প্রতিক্রিয়া জানিয়েছেন।
    সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ ভাটি বাংলাকে বলেন যেসকল ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা করছে কিছু কুচক্রী মহল এই ধরনের ছবি তাদের আরও বেশি পাবেন
    সামাজিক মাধ্যমে, আলতাব উদ্দিন স্যার সুনামগঞ্জের একজন বর্ষীয়ান আওয়ামী রাজনীতিবিদ যিনি  আজীবন জনসাধারণের সেবায় কাটিয়েছেন, ৫০ বছরের রাজনৈতিক জীবনে অর্থলোভ বা ক্ষমতার অপব্যবহার করেননি তাই কিছু লোকের অপপ্রচারে স্যারের ব্যক্তিত্বের কোনো কালিমালিপ্ত হবেনা। জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য হুমায়ুন রশীদ লাভলু বলেন অতীতে উনারাই ইউপি নির্বাচনে আমি সহ অনেক নৌকার প্রার্থীর বিরোধিতা করেছেন এখন নৌকা ভক্ত ও অতি আওয়ামী লীগার সাজছেন দিরাই শাল্লার জনগণ তাদের মুখোশের আড়ালের চেহেরা ভালো করে চিনে।
    দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যতম সদস্য মকসুদ আলম ভাটি বাংলাকে বলেন রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে কিন্তু সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে নোংরা অপপ্রচার গর্হিত অপরাধ তা কখনো কাম্য হতে পারে না। আলতাব উদ্দিন স্যারকে আমার রাজনৈতিক জীবনের প্রায় পুরো সময় কাছে থেকে দেখছি উনার মত নির্লোভ,নিরহংকার সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ খুব কম দেখেছি। অপপ্রচারকারীরা অতীতে জেলা সভাপতি আলহাজ্ব মতিউর রহমান সাহেবকে নিয়ে নোংরা মন্তব্য করেছেন এখন আলতাব স্যার দিরাই’র রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠায় বেনামি ফেসবুক আইডি থেকে অপপ্রচার চালাচ্ছে আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাই।

    আরও খবর

    Sponsered content