• সুনামগঞ্জ

    দক্ষিণ সুনামগঞ্জে যুক্তরাষ্ট্র প্রবাসী আপ্তাব মিয়ার অর্থায়নে শীতবস্ত্র বিতরণ

      প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০১৯ , ২:১৫:১৩ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ
    দক্ষিণ সুনামগঞ্জে যুক্তরাষ্ট্র প্রবাসী মিশিগান স্টেট আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হাজী আপ্তাব মিয়ার অর্থায়নে উপজেলার জয়কল ইউনিয়নের ডুংরিয়া, ঘরোয়া, শিবপুর, তেঘরিয়া, জয়কলস,  উজানীগাঁও, সুলতানপুর, পার্বতীপুর, তালুকগাঁও, সদরপুর, আস্তমা, আসামপুর, গাগলি নারায়নপুর, বগলাখাড়া, দেবগ্রাম ও জামলাবাজ গ্রামের ৭শত ৫০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার শান্তিগঞ্জ বাজারস্থ পরিকল্পনামন্ত্রীর হিজলবাড়ির আরফান আলী বৈঠক খানায় শীতার্তদের হাতে প্রধান অতিথি হিসেবে কম্বল তুলে দেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি। এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, যুক্তরাষ্ট্র মিশিগান স্টেট আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আপ্তাব মিয়া, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম জহুর, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন প্রমুখ।

    আরও খবর

    Sponsered content