• খেলাধুলা

    দক্ষিণ সুনামগঞ্জে পাগলা প্রিমিয়ার ক্রিকেটলীগে “পাগলা সুপার কিংস” চ্যাম্পয়িন

      প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০১৯ , ২:৫৩:৪৮ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি:- সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার “ক্রীড়াঙ্গনের ভূমি খ্যাত” পশ্চিম পাগলার সকল খেলোয়াড়দের আয়োজনে পাগলা প্রিমিয়ার ক্রিকেটলীগ সিজন এর ফাইন্যাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে প্যারামাউন্ট ওয়ারির্য়স পাগলাকে পরাজিত করে পাগলা সুপার কিংস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব র্অজন করেছে।
    ফাইনাল ম্যাচে “ম্যান অব দ্যা ম্যাচ” হয়েছে পাগলা সুপার কিংস’র অলরাউন্ডার রাতুল আহমেদ।
    উক্ত লীগে সেরা ব্যাটসম্যান হিসেবে প্যারামাউন্ট ওয়ারির্য়স পাগলা’র অলরাউন্ডার কামরান হোসেন ও সেরা বোলার ও ম্যান অব দ্যা র্টুনামেন্ট হিসেবে পাগলা সুপার কিংস’র অলরাউন্ডার রাতুল আহমেদ নিবার্চিত করা হয়েছে।
    ম্যাচ শেষে পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল হকের সভাপতিত্বে ও মোঃ আজাদ হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি মোঃ আনছার উদ্দিন,ব্যবসায়ী মোঃ শাহিন মিয়া ও মাষ্টার শফিকুল ইসলাম,বদরুল আলম টিপু,মনসুর উদ্দিন,মো” কবির মিয়া,আজাদ হোসেন,বদরুল ইসলাম,আসিফ ইকবাল ফয়সল,জামির হোসেন.সাংবাদিক এন এ নাহিদ,সাংবাদিক এন এ নেওয়াজ প্রমুখ।

    0Shares

    আরও খবর

    Sponsered content