প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০১৯ , ৩:১৯:১৯ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ- সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের অসহায় বৃদ্ধ মহিলা রাশিয়া বেগমের ক্ররিদকৃত ভোগ দখলীয় বসতবাড়ির জায়গা জর্বর দখলের অভিযোগে দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোক্তরা হলো, ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ভাতগাঁও গ্রামের বিশিষ্ট ভূমি খেকো সিন্ডিকেট চক্রের প্রধান নুর আলী তার স্ত্রী নেওয়ারুননেছা ও আজিজুর রহমান। অভিযোগ সূত্রে জানা যায়, ইছাপৌশা মৌজার, ২৭০ এস,এ জেএলস্থিত, ডিপি-৩২নং-খতিয়ানের, ১৮ নং-দাগের, ১৮ শতাংশ ভূমি বিগত ২৬/১০/১৯৯৪ ইং সনে ভাতগাঁও গ্রামের হাজির মামদ আলীর কাছ থেকে সাব-কবালা দলিল মূলে ক্ররিদাসূত্রে মালিক হন রাশিয়া বেগম। পরে গত ১৫/০২/১৮ ইং সনে নামজারী এবং ২১/৯/২০০৩ ইং সনে মাঠ জরীপে রাশিয়া বেগমের নামে ১৮ শতাংশ ভূমি রের্কড ভুক্ত হয়। এদিকে গত ২৭/১২/২০১০ ইং সনে ভুয়া মাঠ পর্চা দিয়ে ৫৪৪৫ নং দলিলে একই মৌজার,এস,এ,জে,এল নং-২৭০,আর,এস খতিয়ান ৪৯,ডিপি ১৭০,আর,এস,২৮নং- দাগে ১১০ শতাংশ ভূমি হাজির মামদ আলীর মেয়ের জামাই নুর আলী তার স্ত্রী নেওয়ারুননেছা ও আজিজুর রহমান এর নামে একটি জাল দলিল সৃজন করে। ঐ দাগের সাথে রাশিয়া বেগমের ভূমির কোন সম্পর্ক নেই। প্রতিপক্ষ গংরা স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের যোগসাজসে ছাতক উপজেলা থেকে এসে জাল দলিল দিয়ে রাশিয়া বেগমের বসতঘর নিমার্ণ কাজে প্রতিনিয়ত বাধঁা সৃষ্টি করছে। রাশিয়া বেগমের বৈধ কাগজপত্র থাকার পরও তার ভূমিতে বসতঘর নিমার্ণ করতে পারছে না। ভূমি অফিস সূত্রে জানা গেছে, ৪৯নং খতিয়ান, ডিপি ১৭০ এবং ২৮নং দাগে সঠিক নয় ভুয়া। এই ২৮ নং দাগের দলিল দিয়ে ১৮ দাগ দাবি করিয়া অসহায় রাশিয়া বেগমকে নির্যাতন করে আসছে প্রতিপক্ষ।
এ ব্যাপারে সাবেক মেম্বার আব্দুল মজিদ বলেন, রাশিয়া বেগমের জায়গার যাবতীয় কাগজপত্র ঠিক আছে, প্রতিপক্ষ জোরপুর্বক এ অসহায় মহিলাকে তার বসতভিঠার কাজে বাধা দেয়। আমি রাশিয়া বেগমকে বলছি তুমি তোমার ঘরের কাজ চালিয়ে যাও আমি নিজে উপস্থিত থাকব।