প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০১৯ , ৬:৩১:৩০ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রায় ৯ জন আহত হয়েছেন। তমধ্যে দুই জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় একাধিক সুত্রে ঘটনার বিবরনে জানাযায়, টমটম গাড়ীর বিরোধ নিয়ে ২৩ শে ডিসেম্বর রোজ সোমবার সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভায় সালিশ বৈঠকে জগন্নাথপুর পৌর সভার কাউন্সিলর হবিবপুর এলাকার বাসিন্দা মোঃ দেলোয়ার হোসেন এর সাথে একই এলাকার মোঃ জাহাঙ্গীর হোসেন এর কথা কাটাকাটি হয়। এরই জের ধরে ২৪ শে ডিসেম্বর রোজ মঙ্গলবার সকাল ৮ ঘটিকার দিকে জাহাঙ্গীর হোসেন এর পক্ষের লোকজন মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র -সস্ত্রে সজ্জিত হয়ে কাউন্সিলর দেলোয়ার হোসেন এর বাড়ীতে হামলার প্রস্তুতি নিলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।এই সংঘর্ষে গুরুতর আহত নেছার আহমদ (৩৫), জহিরুল ইসলাম(২৩) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং শাকিরুল ইসলাম(২২), জিয়াউল হক (৪০) ও শাকিল আহমদ(১৭)কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা সাময়িক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।