প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০১৯ , ৪:৫২:০৫ অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিনিধিঃ তাহিরপুর উপজেলার ইয়াবা ব্যবসায়ী সাদ্দাম হোসেন কে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র্যাব ৯ সিলেটের সুনামগঞ্জ সিপিসি ৩ এর সদস্যরা। সে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মদ্দারচড় গ্রামের মৃত ইসমাইল সরকারের ছেলে। র্যাব সুত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরে র্যাব ২ টার সময় সিলেটের সুনামগঞ্জ সিপিসি ৩ এর অধিনায়ক লে. কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে র্যাবের একটি অভিযানিক দল তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন এর ব্র্যাক অফিস এর সামনে পুকুর পার থেকে তাকে আটক করেন। এসময় তার কাছে থাকা ২০০পিস এম ফিটামিন যুক্ত ইয়াবা টেবলেট, নগদ ১০০ হাজার, ৮শত টাকা, একটি মোইল ফোন ও ২টি সিমকার্ড উদ্ধার করা হয়। র্যাব ৯ সিলেটের সুনামগঞ্জ সিপিসি ৩ এর উপ পরিচালক লে. কমান্ডার ফয়সল আহমদ জানিয়েছেন, জব্দকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামীকে তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক কৃত আসামীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে। আজ মংগলবার তাকে সুনামগঞ্জ কোর্টে প্রেরন করা হবে।
Notifications