• লিড

    তাহিরপুরে ভারতীয় মদ, নাসির বিড়ি,বাই সাইকেল ও কয়লা উদ্ধার বিজিবি’র

      প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০১৯ , ৯:৪০:১২ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় ২৮ বর্ডারগার্ড বিজিবি’র সদস্যরা পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মদ,নাসির বিড়ি,কয়লাসহ একটি বাই সাইকেল জব্দ করা হয়েছে।
    আজ রোববার জেলার তাহিরপুর উপজেলার চাঁনপুর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১২০২/৫-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ দূরে বাংলাদেশের অভ্যন্তরে ৪নং বড়দল ইউনিয়নের বারেকটিলা নামক স্থানে অভিযান চালিয়ে  ৬৯ বোতল ভারতীয় মদ জব্দ করে।


    অপরদিকে একই উপজেলার লাউড়েরগড় বিওপির টহল দল লাউড়েরগড় নামক স্থানে অভিযান চালিয়ে ৭ হাজার পিস (২৮০ প্যাকেট) ভারতীয় নাসির বিড়ি,ও ট্যাকেরঘাট বিওপির একটি টহল দল উপজেলার বূরুঙ্গাছড়া নামক স্থানে অভিযান চালিয়ে ১ হাজার ৪ শত কেজি ভারতীয় কয়লা ও ১টি বাইসাইকেল জব্দ করে বিজিবি।
    এ ব্যাপারে সুনামগঞ্জ(২৮ ব্যাটালিয়ন)বিজিবি’র অধিনায়ক মাকসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ভারতীয় মদ এবং নাসির বিড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সুনামগঞ্জ এবং কয়লা ও বাই সাইকেল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    আরও খবর

    Sponsered content