প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০১৯ , ৫:৩৯:৪২ অনলাইন সংস্করণ
ছবি প্রতীকী
সুনামগঞ্জ প্রতিনিধিঃ-
সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদী থেকে সেইভসহ ৬ নৌকা জব্দ ও একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে নদীর তীর কেটে বালু পাথর লুটকালে এসব ইঞ্জিনচালিত সেইভ নৌকা জব্দ ও একজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়াসেল এ তথ্য নিশ্চিত করে। মিডিয়া সেল আরও জানায়,বৃহস্পতিবার দুপুর হতে সন্ধা পযর্যন্ত ওই নদীতে থানার ওসি আতিকুর রহমান, এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশ দ্বিতীয় দিনেরমত বিশেষ অভিযানে নামেন। বিন্নাকুলি বাজারের রাজারগাঁও গ্রাম সংলগ্ন জাদুকাটা নদী তীর কেটে বালু পাথর লুটকালে উপজেলার বিন্নাকুলি লামাশ্রম গ্রামের মৃত ফয়জুল মিয়ার ছেলে এমদাদুল হককে পুলিশ আটক করে।, এ সময় পুলিশি অভিযানে বালু পাথর লুটে থাকা ৪০৫০২৫ জন পালিয়ে যায় সেইভ নৌকা ফেলে পালিয়ে। প্রসঙ্গত, এরপুর্বে বুধবার জাদুকাটা নদীতে পুলিশী অভিযোনে নদীর তীর কাটায় ১৩ ইঞ্জিন চালিত সেইভ নৌকা ও বালু পাথল বোঝাই পঞ্চবটি (ট্রলার) নৌকা জব্দ করন সহ তিন জনকে আটক করা হয়।,
ওই ঘটনায় বুধবার রাতে পুলিশ বাদী হয়ে নদীর তীর কেটে অবৈধভাবে বালু পাথর লুটের ঘটনায় থানায় চার জনের নামোল্লেখ সহ অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়।