• অনিয়ম / দুর্নীতি

    তাহিরপুরে চাঁদা আদায়কালে হাতেনাতে ৬ চাঁদাবাজ আটক

      প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০১৯ , ১২:৫২:১৮ অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নের পাটলাই নদীতে কয়লাবাহী নৌকা থেকে চাঁদা আদায়কালে আজ ৫নভেম্বর রোজ বৃহস্পতিবার ৬ জন চাঁদাবাজকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।
    আটককৃতরা হল,তাহিরপুর উপজেলার সোলেমানপুর গ্রামের রজব আলীর ছেলে কামরুল হাসান (৩৫) এখই গ্রামের মৃত তাহির মিয়ার ছেলে শাহিবুর রহমান(৪০),আব্দুল হেকিমের ছেলে দুলাল মিয়া (৪০),আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে রইছ মিয়া (৪৫),মৃত আবুল ফজলোর ছেলে জুয়েল মিয়া (২১), হারিছ মিয়ার ছেলে জসিম উদ্দিন (২১)কে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার এসআই দীপঙ্কর বিশ্বাস ও হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি টহলদল তাদেরকে আটক করে।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়,উপজেলার পাটলাই নদীতে কয়লাবাহী নৌকা থেকে এই চক্রটি দীর্ঘদিন ধরেই চাঁদা উত্তোলন করে আসছে তবে আসল চাঁদাবাজ এখনো ধরাচোয়ার বাহিরে রয়েছে বলে জানান।
    তাহিরপুর থানার ওসি মোঃ আতিকুর রহমান এর সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃত আসামীদের বিরুদ্ধে চাঁদাবাজির আইনের আওতা এনে মামলা দায়ের করে জেলা কারাগাড়ে প্রেরন করা হবে।

    আরও খবর

    Sponsered content